আর্ট পোস্টঃ- একটি পাতার ভিতর ম্যান্ডেলা আর্ট।

in আমার বাংলা ব্লগ2 days ago

রমজান মোবারক,

আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেখতে দেখতে হঠাৎ রমজান মাস চলে আসলো। আজকে প্রথম রোজা আমাদের সবার। আশা করি রমজানের দিনে সবার দিনকাল ভালো কাটাবেন। যতই বিপদ আসুক না কেন আমরা যত অসুস্থ থাকি না কেন সৃষ্টিকর্তার অশেষ রহমতে খুবই শান্তিতে আমরা রোজাগুলো রাখতে পারি। খুব সহজভাবে রমজান মাসটা আমরা কাটাতে পারি। দোয়া করি সবার জন্য যেন সুস্থভাবে রোজার দিনগুলো কাটাতে পারেন। আপনারাও আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। বন্ধুরা আবার হাজির হয়েছি আপনাদের সাথে নতুন একটি ব্লগ শেয়ার করার জন্য। চেষ্টা করি আপনাদের সাথে ধারাবাহিকতা বজায় রেখে নতুন কোন পোস্ট শেয়ার করার নতুন কোন ক্রিয়েটিভ অ্যাড করার। কিন্তু তার কারণ আসলে কোন কিছু হয়ে ওঠেনা। যখন সময় সুযোগ পায় তখন একদম হাতছাড়া করিনা বসে পরি।

r11.jpg

আজকে চিন্তা করলাম কি পোস্ট করা যায়। ভেবে নিলাম যে আজকে একটি আর্ট শেয়ার করবো আপনাদেরকে। কিন্তু কি বিষয়ে আর্ট করব সেই বিষয়টাই বুঝে উঠতে পারছিলাম না। হঠাৎ মাথায় এলো আপনাদের সাথে একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করি। কিন্তু ম্যান্ডেলা আর্ট তো অনেক ধরনের হয়ে থাকে কিসের ম্যান্ডেলা আর্ট করব। যে ভাবনার সেই কাজ বসে পড়লাম একটি পাতার ম্যান্ডেলা আর্ট করার জন্য। আর্ট করা যতটা সহজ মনে হয় আসলে ততটা সহজ নয়। একটি পাতার ভিতরে বিভিন্ন ধরনের নকশা দিয়ে ম্যান্ডেলা আর্ট করা কঠিন ব্যাপার। যেহেতু ছোট ছোট আর্ট করতে হয় তাই সময় দিয়ে করতে হয়। তাই আমি আজকে বসে পড়লাম সেই আর্ট করে শেয়ার করার জন্য।পাতার আর্ট তৈরি করার পরে রেডি করে আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে উপস্থিত হয়ে গেছি।

r13.jpg

বন্ধুরা যে কোন ধরনের আর্ট করার চেষ্টা করি। কিন্তু এত বেশি হাত ভালো না আর্টের। যার কারণে এত বেশি সুন্দর হয় না। তার পরেও তো বসে থাকা যায় না ক্রিয়েটিভ বিষয়গুলো করার চেষ্টা করি। একদম না করলে তো আরো অনেক বেশি বাজে হয়ে যাবে। সেই জন্য সময় সুযোগ বের করি আপনাদের সাথে যতটুকু পারি শেয়ার করি। তবে যে যাই বলুক আপনারা এত অনুপ্রাণিত করেন আমার ভালো লাগে। সেজন্য তো বারবার ফিরে আসি আপনাদের সাথে ভিন্ন কিছু শেয়ার করার জন্য। তাহলে বন্ধুরা আর দেরি না করে শেয়ার করে নেওয়া যাক—

r12.jpg

আর্টের এর প্রয়োজনীয় উপকরণ সমূহঃ

  • সাদা খাতা।

  • পেন্সিল।

  • রাবার।

  • জেল পেন।

r.jpg

আর্টের এর ধাপ সমূ বিস্তারিতঃ-


প্রথম ধাপঃ

আমি প্রথমে প্রয়োজনীয় উপকরণগুলো নিয়েছি। এরপরে পেন্সিল দিয়ে পাতার সাইজ এঁকে নিয়েছি যা আপনারা দেখতে পাচ্ছেন আমার ফটোগ্রাফির মাধ্যমে।

r.jpg

r1 .jpg


দ্বিতীয় ধাপঃ

যখন পুরো পাতা এঁকে নেয়া শেষ হয় এরপরে ধাপে ধাপে ম্যান্ডেলা আর্ট গুলো করে নেওয়ার চেষ্টা করছি।

r2.jpg

r3.jpg


তৃতীয় ধাপঃ

বন্ধুরা এভাবে দেখতে পাচ্ছেন আমি আরো কিছুটা অংশ আর্ট করে নিয়েছি। যেগুলো ছোট ছোট ভিন্ন ভিন্ন নকশা দিয়ে আর্ট করার চেষ্টা করেছি।

r4.jpg

r5.jpg


চতুর্থ ধাপঃ

এই পর্যায়ে আর্ট করা শেষ হয়ে যায়। অর্ধেক কালো জেল পেন দিয়ে করেছি। আর অর্ধেক করেছি নীল রঙের জেল পেন দিয়ে। একটু ভিন্ন রকমের সৌন্দর্য বৃদ্ধি পাওয়ার জন্য নীল রঙ্গ দিয়েছি। এভাবে প্রতিটি ধাপ অতিক্রম করে পুরো আর্ট কমপ্লিট করে নিয়েছি।

r6.jpg

r7.jpg

r8.jpg


পঞ্চম ধাপঃ

যখন পুরো আর্ট কমপ্লিট করা হয়ে যায় তখন পাশে আমার একটি সাইন দিয়ে দিছি। সাইন দেয়ার পরে পুরো আর্ট কমপ্লিট হয়ে যায়।

r9.jpg

r10.jpg

r12.jpg


আর্টের উপস্থাপনা

বন্ধুরা এভাবে ধাপে ধাপে পুরো আর্ট কমপ্লিট করে নিয়েছি। যখন আর্ট করা শেষ হয়ে যায় তখন ভীষণ ভালো লাগে। যদি ধপা গুলো কোন ধরনের ঝামেলা ছাড়া কমপ্লিট করে ফেলা যায় তাহলে বেশ আনন্দ পাওয়া যায়। কারণ ক্রিয়েটিভ বিষয় গুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। যদিও ভালো পারি না কিন্তু চেষ্টা তো করতেই হবে। তাই যেমনই হবে হোক আপনাদের সাথে ক্রিয়েটিভ বিষয়গুলো শেয়ার করে নিতে ভীষণ ভালো লাগে। আশা করি বন্ধুরা আমার আজকের শেয়ার করা পাতার ম্যান্ডেলা আর্ট আপনাদের কাছে ভালো লাগবে। আপনাদের কেমন লাগলো মতামত দিয়ে জানাবেন অনেক অনুপ্রাণিত হবে। আমার ব্লগ ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

r10.jpg

r11.jpg

r12.jpg

r13.jpg

268712224_305654151337735_1271309276897107472_n.png


ক্যামেরার বর্ণানাঃ
ডিভাইসের নামMI- Redmi Note
মডেলRedmi Note- 14 pro
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিপাতার ম্যান্ডেলা আর্ট

268712224_305654151337735_1271309276897107472_n.png

আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।


💘ধন্যবাদ সবাইকে💘

@samhunnahar

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

Banner_PUSS1.png

Banner_PUSS2.png

Sort:  
 2 days ago 

রমজান মাসের প্রথম ভালো কেটেছে যেন ভালো লাগলো আপু। পাতার মধ্যে খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন। ম্যান্ডেল আর্ট করার জন্য অনেক বেশি ধৈর্যের প্রয়োজন হয়। এটা খুবই সময় সাপেক্ষ ব্যাপার। আপনি বেশ যত্ন নিয়ে দারুন একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন। আপনার আর্ট খুব চমৎকার হয়েছে আপনি। সম্পূর্ণটা ধাপে ধাপে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।

 3 hours ago 

এই কথা সত্য যে প্রচুর পরিমাণ ধৈর্য এবং সময় দিয়ে করতে হয়। তবে সব সময় সুযোগ পেলে করা সম্ভব।

 2 days ago 

একটি পাতার ভেতর বেশ দারুন ম্যান্ডেলা আর্ট করেছেন আপু আপনি। এই ধরনের ম্যান্ডেলা আর্ট গুলো করতে বেশ সময় ও ধৈর্যের প্রয়োজন। আপু আপনি বেশ ধৈর্যের সাথে আর্টটি অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন করেছেন। আর্ট করার প্রতিটি ধাপ ধারাবাহিকভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন আপু আপনি। সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 4 hours ago 

অনেক ধন্যবাদ আপু আপনাকে সময় দিয়ে আমার শেয়ার করা আর্ট দেখার জন্য।

 2 days ago 

আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটি পাতার ভিতর ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার হাতে আর্ট করা এতো সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট দেখে বেশ ভালো লাগলো আমার কাছে। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে আর্ট টি সম্পন্ন করেছেন। এধরনের আর্ট গুলো দেখতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে।

 4 hours ago 

অনেক ধন্যবাদ সুন্দর অনুভূতি শেয়ার করলেন। মতামত শেয়ার করার জন্য ভালো লাগলো।

 2 days ago 

ম্যান্ডেলা আর্টগুলো আমার বেশ পছন্দ। যদিও এগুলো করা অনেক সময়ের ব্যাপার। আপনি পাতার ভিতরে খুব সুন্দর ম্যান্ডেলা ডিজাইন করেছেন। এটা করতে নিশ্চয়ই অনেক সময় লেগেছে। ভালো লাগলো আপনার ড্রইং দেখে। এত সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 4 hours ago 

হ্যাঁ আপু এই ম্যান্ডেলা আর্ট করতে আমার অনেক সময় লেগেছিল।

 2 days ago 

একটি পাতার ভিতর ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার আর্ট এর হাত অনেক ভালো। আপনি অনেক সুন্দর করে চমৎকার একটি পাতার ভিতর ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার আর্টটি আপনি পর্যায়ক্রমে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপু আপনাকে এতো সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 hours ago 

সুন্দর মতামতের মাধ্যমে সহযোগিতা করার জন্য অনেক ধন্যবাদ।

 2 days ago 

আপনার ম্যান্ডেলা আর্ট গুলি এতটাই চমৎকার দেখায় যে আপনার আর্ট পোস্ট দেখামাত্রই আপনার পোস্টের ভেতরে ঢুকে পড়ি। যেমন আজকের পাতার ভেতর করা ম্যান্ডেলা আর্ট টি দেখেও যথারীতি মুগ্ধ হয়ে গেলাম। প্রত্যেকটা ধাপ এতটাই সুন্দর করে উপস্থাপন করেছেন যে, এখন যে কেউ চাইলে আপনার এই ম্যান্ডেলা আর্টটি তৈরি করতে পারবে। খুবই ভালো লাগলো আপনার আজকের ম্যান্ডেলা আর্ট টি।

 3 hours ago 

প্রশংসা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 days ago 

পাতার ভীতরে চমৎকার সুন্দর করে ম্যান্ডেলা আর্ট করেছেন। ম্যান্ডেলা আর্ট গুলো করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। সময় নিয়ে ম্যান্ডেলা করলে নিখুঁত ভাবে করা সম্ভব। খুবই সুন্দর হয়েছে আপনার পাতার ভীতর ম্যান্ডেলাটি।ধাপে ধাপে ম্যান্ডেলা তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য ধন্যবাদ আপনাকে।

 3 hours ago 

চেষ্টা করেছি ছোট ছোট নকশার মাধ্যমে আর্ট কমপ্লিট করার।

 2 days ago 

পাতার ভিতর ম্যান্ডেলা আর্ট অসাধারণ হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 hours ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকেও।

 2 days ago 

সবাই যেন ভালো মতো রোজা গুলো করতে পারে আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন।আপনার ম্যান্ডেলা আর্ট চমৎকার হয়েছে। তবে এই আর্ট গুলো করতে একটু সময় আর ধৈর্যের প্রয়োজন। আপনি সময় পেলে মিস করেন এগুলো তৈরি করতে। আমার কাছে আপনার আর্ট অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 hours ago 

হ্যাঁ আপু অনেক সময় দিয়ে মন স্থির করে করতে হয় তাহলে সুন্দরভাবে করা সম্ভব হয় ধন্যবাদ।

 2 days ago 

পাতার আকারে একটি ডিজাইন একে তার ভেতরে আপনি চমৎকার দেখতে ম্যান্ডেলা আর্ট বানিয়েছেন। আর ভেতরের কলকা গুলো বেশ নিখুঁত হয়েছে। ম্যান্ডেলা আর্টএর এই নানান ধরনের ফিউশন গুলো দেখতে খুবই ভালো লাগে।

 3 hours ago 

ধন্যবাদ দিদি সুন্দর মতামত শেয়ার করার জন্য ভালো লাগলো।