ভাইরে কলেজ জীবনে এরকম কত মেশিন ছিল যে গুলোর ব্যবহার আজও জানি না, আমার টেক্সটাইল ডিপার্টমেন্টে বেশ কয়েকটি মেশিন ছিল যদিও সেগুলো চালু করা হতো না কারণ পুরো বিল্ডিং একটা কম্পন সৃষ্টি হতো, তবুও কলেজ থেকে বের হওয়া মধ্যে একদিন করে হলেও সবগুলোর মেশিনের ব্যবহার সম্পর্কে জেনেছি এটা সৌভাগ্য ছিল। অনেক মিশিনি এভাবে সাজিয়ে রাখা হয়, কারণ ছাত্রদের হাতে গেলে ও জিনিস বেশি দিন টিকে না 😂
কথা খারাপ বলেন নাই। তবে ওভাবে রাখলে তো নষ্ট হয়ে এমনেও যাবে।