১৫ স্টিম পাওয়ার আপ
আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.
৪ঠা সেপ্টেম্বর , বুধবার।
আ মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।আজকে আমি পাওয়ার আপ পোস্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব।
আমি বছরের শুরু থেকে টার্গেট করতে পারিনি, তবে আমি সম্পূর্ণ চেষ্টা করব যত দ্রুত সম্ভব টার্গেট ডিসেম্বর সিজন-৪ তে আমি নিজেকে ডলফিন হিসাবে তৈরি করার এবং সেই লক্ষ্যই আমি ধাপে ধাপে এগিয়ে যাওয়ার চেষ্টা করব।
পূর্বে আমার একাউন্টে ৩৬৪২.৬৭০ স্টিম ছিল, যেটি আমি স্ক্রিনশট এর মাধ্যমে পোস্টে উল্লেখ করলাম।
বর্তমান আমি যেই পরিমান স্টিম সংগ্রহ করতে পেরেছি তা হল ৩৬৫৮.৮০৭
সময় | স্টিম পাওয়ার |
---|---|
পূর্বে | ৩৬৪২.৬৭০ স্টিম |
বর্তমান | ৩৬৫৮.৮০৭ স্টিম |
মোট পাওয়ার আপ | ১৫ স্টিম |
আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
আপনি ১৫ স্টিম পাওয়ার আপ এর মাধ্যমে ৩,৬৫৭+ এসপি তে পৌঁছে গেলেন ভাই। আশা করি পাওয়ার আপ এর ধারাবাহিকতা বজায় রেখে, এভাবেই অনেক দূর এগিয়ে যাবেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।
ভাই এখানে একটু ভুল রয়েছে। আশা করি ঠিক করে নিবেন।
🌟 Thank you for being part of this amazing community! 🌟
Your support means everything to us, and we're grateful for every interaction you have with our content. 😊
We're passionate about creating engaging stories, informative tutorials, and inspiring posts that bring value to your life. 💡
If you enjoy what we do, please consider voting for our witness, 'xpilar.witness', by visiting https://steemitwallet.com/~witnesses. Your support will help us continue growing and contributing to the Steem community's success! 🌱
আপনি টার্গেট ডিসেম্বর সিজন ফোরে ১৫ স্টিম পাওয়ার আপ করছেন দেখে খুবই ভালো লাগলো।নিজের লক্ষ্য পূরন করার জন্য পাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ। তাই আমাদের সবার উচিত কিছু কিছু করে পাওয়ার আপ করার। ধন্যবাদ ভাই পোস্ট টি শেয়ার করার জন্য।
১৫ স্টিম পাওয়ার আপ করে খুব ভালো একটি কাজ করেছে।ন পাওয়ার আপ করার মাধ্যমে আমাদের নিজেদের সক্ষমতা বৃদ্ধি পায়। যত বেশি পাওয়ার অফ তত বেশি শক্তি বৃদ্ধি। শুভকামনা রইল আপনার জন্য।