RE: আপকামিং ফ্রিল্যান্স মার্কেটপ্লেসের জন্য আপনাদের কাছ থেকে দক্ষতা বিষয়ক কিছু ইনফরমেশন চাইছি
অনেক সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন দাদা। আমরা আমাদের মেধাকে সঠিক স্থানে তুলে ধরতে পারবো। আমি কয়েকটা সেক্টরে বেশ পারদর্শী। নিচে সেগুলো তুলে ধরলামঃ---
০১. ফোটোগ্রাফি দক্ষতা :
০২. ফোটো এবং ইমেজ এডিটিং দক্ষতা : ____
০৩. ভিডিও ক্লিপিংস মেকিং দক্ষতা : ____
০৪. ভিডিও ক্লিপিংস এডিটিং দক্ষতা : ____
০৫. অডিও ক্লিপিংস মেকিং দক্ষতা : ____
০৬. অডিও ক্লিপিংস এডিটিং দক্ষতা : ____
০৭. লোগো ডিজাইন দক্ষতা : ____
০৮. ডিজিটাল গ্রাফিক্স (আর্ট এবং ইলাস্ট্রেশন) দক্ষতা : ____
০৯. ওয়েব গ্রাফিক্স (ব্যানার, জিফ, আইকন, লোগো) দক্ষতা : ____
১৭. জেনারেল বিষয়ের উপরে আর্টিকেল রাইটিং দক্ষতা : ____
১৮. ক্রিয়েটিভ রাইটিং (গল্প, উপন্যাস, কবিতা, রেসিপি, গান প্রভৃতি )দক্ষতা : ____
এগুলো প্রত্যেকটা সেক্টরে আমি বেশ দক্ষ। যদিওবা কখনো উপন্যাস লেখা হয় নি। তবে সেটা চাইলেই লেখা সম্ভব। আশা করি, নতুনভাবে আবারো নিজের এসব দক্ষতা সবার সামনে তুলে ধরতে পারবো।
আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।