খেলাধুলার প্রতি আগ্রহের কারনে স্টিমিটের একজন বড় ডেভেলপার @the-gorilla'র সাথে আমার পরিচয় হয়েছে। উনি এই প্রজেক্ট সাপোর্ট করেছেন কিনা তা আমার জানা নেই। তবে এটা নিয়ে আমি উনার সাথে কথা বলতে পারবো। meoki এবং kiwiscanfly, উনারা হয়ত আমার ইউজার নামটি জেনে থাকবে। কিন্তু সেভাবে পরিচয় নেই। তবুও উনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবো।