বানান সতর্কতা এবং আমি।
আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে বানান সংক্রান্ত ব্যক্তিগত মজার বিষয়, এবং বানান নিয়ে আমাদের সচেতনতা নিয়ে কথা বলব।

আমি তখন ১২ ক্লাস শেষ করে অনার্সে ভর্তি হয়েছি। বাংলাদেশে ফেসবুকের তখন তুমুল জনপ্রিয়তা। বই পোকাদের আড্ডাখানা নামক একটি গ্রুপে জয়েন হয়েছি। সৌভাগ্যবশত, সেই গ্রুপের এক এডমিন, যে কিনা আবার আমারই ব্যাচমেট ছিল, তার সাথে আমার যথেষ্ট সুসম্পর্ক হয়। সেই সুসম্পর্ক একটা সময় বন্ধুত্বে রূপ নেয়। আমি তার লেখা পড়তাম, সে আমার লেখা পড়ত। তখন আমি খুব লেখালেখি করতাম। হাজার হাজার শব্দের গল্প লিখতাম, পোস্ট লিখতাম।
আমার সেই বান্ধবী আমাকে বানানের বিষয়ে সতর্ক করত। সবসময় আমাকে বানানের ভুল ধরিয়ে দিত। আমিও তা আয়ত্ত করে নিতাম। ভুল বানান ঠিক করতাম। ধীরে ধীরে আমার বানান ভুলের পরিমাণ খুব কমে গেল। আগে যেখানে একটা লেখায় ২০-২৫ টা বানান ভুল হতো, তা নামতে নামতে একদম শূন্যের কোঠায় চলে এসেছিল। তবুও মাঝেমধ্যেই দুই একটি বানান ভুল হতো।
একবার আমি ১০০০ শব্দের উপরে একটি লেখা লিখেছিলাম। খুবই চমৎকার হয়েছিল লেখাটি। সবাই খুব প্রশংসা করেছিল। সম্ভবত একশোর উপরে প্রশংসামূলক কমেন্ট পড়েছিল সেই লেখায়। কিন্তু আমার সেই বান্ধবীর কমেন্ট আমার গায়ে আগুন জ্বালিয়ে দেয়। তার কমেন্ট ছিল এমন, ওই বানানটা ভুল। ঠিক কর।
আরে ভাই, এটা কোন কথা? এত বড় একটা লেখায় একটা বানান ভুল হতেই পারে। এটাকে মেনে নিয়েই সামনে এগিয়ে যাওয়া উচিৎ ছিল তার। কিন্তু সে তা না করে বানান ভুল ধরতে গেল। আমি রেগে-মেগে তাকে বললাম, "১০০০ শব্দের এত বড় একটা লেখায় একটা বানান ভুল হতেই পারে। তুই এটাই সহ্য করতে পারলিনা। তুই এসে আমার বানান ভুল ধরছিস। কারণটা কি?" তখন সে বলেছিল, "এত বড় একটা লেখায় একটা বানান ভুলই লেখাটার স্বাদ নষ্ট করার জন্য যথেষ্ট। এযেন গরুর দুধের মধ্যে মাছি পড়া।"
এই কথাটার গুরুত্ব আমি তখন বুঝতে পারিনি। যেহেতু আমার তখন হর-হামেশাই বানান ভুল হতো। এখন সেই সমস্যা কেটে গেছে। এখন এমন হয়, হয়ত দশটা লেখায় একটা বানান ভুল হতে পারে। আর সেটাও হয়েছে আমার অজান্তে। খেয়াল করিনি। এখন আমি এতটাই সতর্ক যে, কোন শব্দ নিয়ে আমার সন্দেহ তৈরি হলে আমি সেই শব্দটি গুগলে চেক করে দেখি পত্রিকাগুলোতে সেই শব্দটা কিভাবে এসেছে। শুদ্ধ বানান চর্চা নামের একটি গ্রুপ আছে সেখান থেকে সাহায্য নেই। বাংলা বানান আন্দোলন নামের একটি মোবাইল অ্যাপ আমি সবসময়ই ব্যবহার করি। আমার কাছে মনে হয় ভুল বানানে ১০০০ শব্দের একটা লেখার চেয়ে, শুদ্ধ বানানে তিনটি লাইন লেখা ভালো। কারণ, ওই যে বললাম, আমার বান্ধবী বলেছিল, লেখা যত বড়ই হোক, একটিমাত্র বানান ভুল লেখাটির স্বাদ নষ্ট করে দিতে পারে।
এখানে আমি অনেককেই দেখি এ বিষয়ে খুবই অসতর্ক। এই কমিউনিটির এডমিন-মডারেটররা এ বিষয়ে হাজারবার সতর্ক করার পরেও অনেকেই এই বিষয়টি এড়িয়ে যাচ্ছেন। তারা হয়তো দায়সারা ভাবে একটা লেখা লিখে। আসলে, লেখক হওয়ার জন্য এই বিষয়ে যত্নশীল হওয়া জরুরী। আপনারাও চেষ্টা করবেন বানান ভুলের পরিমান শুন্যের কোঠায় আনতে। ধন্যবাদ সকলকে।

Link 1: https://x.com/akib_66/status/1947149941740319189
Link 2: https://x.com/akib_66/status/1947150390015017128