ক্লাস বাঙ্ক এবং সেকশন ও ফোর্থ সাবজেক্ট পরিবর্তনের মজার ঘটনা
আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজ আপনাদের সাথে আমি আমার কলেজ জীবনের একটি মজার ঘটনা শেয়ার করব।
![classroom-2093744_1280.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmZDnkgzragawb5X3XEfcKTx81R59p18Tc8pSvXTLU5cJe/classroom-2093744_1280.jpg)
আমি মাইলস্টোন কলেজ নামক একটি কলেজের ছাত্র ছিলাম। কলেজের বেশ কয়েকটি ছাত্রাবাস ছিল। আমাদের সায়েন্স ডিপার্টমেন্টের স্টুডেন্টেদের জন্য একটি আলাদা ছাত্রাবাস খালি করা ছিল। সেখানে কেবলমাত্র ফার্স্ট ইয়ারের সায়েন্সের ছাত্রদের উঠানো হয়। কলেজে ক্লাস শুরু হওয়ার কিছুদিন পর একদিন অভি নামে আমার এক বন্ধু বলল, "চলো আজকে আমরা ক্লাস বাঙ্ক করি। মাত্রই ক্লাস শুরু হয়েছে কিছুদিন হল। অনেককেই দেখলাম ক্লাস ফাঁকি দিয়ে বাহিরে ঘুরে বেড়াচ্ছে। আমি সাহসের অভাবে তা করতে পারছিলাম না। বন্ধু যখন বলল, তখন ভাবলাম তাহলে করেই ফেলি ক্লাস বাঙ্ক।
কিন্তু কপালটা খুবই খারাপ। যেই মুহূর্তে আমি ছাত্রাবাসে ঢুকবো, তখন আমার ফর্ম-মাস্টারের (ক্লাস-টিচার) সাথে আমার দেখা হয়ে যায়। আমাদের ছাত্রাবাসের পাশেই আর্টস ফ্যাকাল্টির বিল্ডিং ছিল। তিনি সেখান থেকে ক্লাস নিয়ে ফেরার পথে আমার সাথে তার দেখা হয়। তখন অবশ্য তিনি বুঝতে পারেননি আমি সেদিন কলেজে যাইনি। কারণ, মাত্র এক সপ্তাহ হয়েছে ক্লাস শুরু হয়েছে। তিনি বিষয়টা হয়তো বুঝে উঠতে পারেননি। উনি জানতেন আমি উনার সেকশনের ছাত্র। কিন্তু আমার নাম জানতেন না বা আমি গিয়েছি কিনা তা তিনি হয়তো বুঝতে পারেননি।
পরদিন রোল-কলের সময় তিনি আমার গতদিনের অনুপস্থিতি দেখতে পেলেন। উনি চেহারা দেখে কিছু একটা আন্দাজ করলেন। তিনি আমার অনুপস্থিতির কারণ জিজ্ঞাসা করলে আমি বললাম, "অসুস্থ ছিলাম।" তিনি তখন বললেন, "তাহলে তোমার অভিভাবকের কাছ থেকে দরখাস্ত নিয়ে এসো।" আমি বললাম, "স্যার, আমি তো হোস্টেলে থাকি।" তিনি তখন বললেন, "তাহলে হোস্টেল সুপারের কাছ থেকে দরখাস্ত নিয়ে এসো।" আমি তো পড়লাম বিপদে। কারণ আমি তো হোস্টেল থেকে বের হয়েছি কলেজে ক্লাস করতে যাওয়ার জন্য। কিন্তু ক্লাস করিনি! এখন কি উপায়?
আমাদের সেকশনটি ছিল বায়োলজি+কম্পিউটার সেকশন। মেট্রিকে থাকতে আমি অপশনাল সাবজেক্ট হিসেবে হায়ার ম্যাথের বদলে কম্পিউটার নিয়েছিলাম। যার জন্য কলেজেও আমাকে কম্পিউটার নিয়েই থাকতে হলো। আমার থার্ড সাবজেক্ট ছিল বায়োলজি এবং ফোর্থ সাবজেক্ট ছিল কম্পিউটার। সেদিন আমাদের কলেজের সাইকোলজি ডিপার্টমেন্টের ম্যাডাম এসে সাবজেক্ট হিসেবে সাইকোলজি পছন্দ করার বিষয় বলে গেলেন। আমি ভাবলাম এটাই এখন উপায় এখান থেকে বাঁচার জন্য।
আমার রুমমেট ছিল আমাদের কলেজের এডভাইজরের পরিচিত একজন। রাজউক কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ কর্নেল নূরনবী (অবসরপ্রাপ্ত) ছিলেন আমাদের মাইলস্টোনের প্রতিষ্ঠাতা। তিনি অধ্যক্ষ পদ থেকে অবসর নিয়ে উপদেষ্টা পদে আশিন হয়ে কলেজটা পরিচালনা করতেন। যাইহোক, পরদিন আমার সেই বন্ধু আমার হয়ে নিজে একটি আবেদন পত্র লিখে এবং আমাদের ফার্স্ট ইয়ারের কো-অর্ডিনেটরের কাছে তা জমা দেয়। জমা দেওয়ার পর আমি ক্লাসে ঢুকলাম। কিছুক্ষণ পর ক্লাস শুরু হলো এবং আমাদের সেই ফর্ম-মাস্টার রোল কল করা শুরু করলেন। তিনি মূলত আমার অনুপস্থিতি-জনিত আবেদনপত্রের জন্য অপেক্ষা করছেন। আমার রোল আসলে হয়তো তিনি তখন তা জিজ্ঞাসা করতেন। কিন্তু তার আগেই আমার সাবজেক্ট এবং ডিপার্টমেন্ট চেঞ্জ এর আবেদনপত্র মঞ্জুর হয়ে যায় এবং মামা সে আবেদন পত্র নিয়ে ক্লাসে চলে আসে। আমার ফর্ম-মাস্টারকে তিনি সেই দরখাস্তটি দেন। ফর্ম-মাস্টার আমাকে জিজ্ঞাসা করেন আমি কি আসলেই আমার ফোর্থ সাবজেক্ট এবং সেকশন চেঞ্জ করতে চাচ্ছি কিনা? আমি উত্তরে বলেছি, "স্যার, আমি এটা চাচ্ছি।"
এভাবেই আমি আমার সেকশন এবং ফোর্থ সাবজেক্ট পরিবর্তন করে অন্য একটি সেকশনে ফোর্থ সাবজেক্ট হিসেবে সাইকোলজি নিয়ে কলেজ-পর্ব শেষ করি। কখনো ভাবতেও পারিনি একটি মাত্র দিন ক্লাস বাদ দেওয়ার জন্য আমার জীবনে এমন পরিবর্তন চলে আসবে।
![1276844325812178975remix-1724592984622.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmXgaLajUPPRGGbKkVZmqQErykaEYmnXqDmNbjjLCutm3G/1276844325812178975remix-1724592984622.png)
![]() | ![]() | ![]() | ![]() |
---|---|---|---|
Twitter Promotion | CMC Promotion | DEXScreen Vote | #CoinGem# Vote |