পুশ কয়েনের বর্তমান পরিস্থিতি - মার্কেট ক্যাপ, ট্রেড ভলিউম এবং অন্যান্য।
আসসালামু ওয়ালাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজ আবার আপনাদের সামনে হাজির হলাম আমাদের সকলের প্রিয় পুশ কয়েনের গত কয়েক দিনের বৃত্তান্ত নিয়ে। চলুন দেখা যাক কেমন হচ্ছে পুশের বর্তমান পারফরম্যান্স।

Age | 141 Days |
---|---|
Market Cap | $6.57M |
SunSwap Liquidity | $610.41K |
Holders | 7455 |
এই হচ্ছে পুশের SunSwap এর পারফরম্যান্স। চলুন দেখে আসি কেমন ছিল পুশের ওভারল পারফরম্যান্স সবগুলো একচেঞ্জ সাইটে।
Exchange Name | Trade Volume | Tag | Trade Pair |
---|---|---|---|
MEXC | $114133 | High | USDT/PUSS |
BitMart | $164074 | High | USDT/PUSS |
XT.com | $219647 | High | USDT/PUSS |
Ascendex | $204148 | High | USDT/PUSS |
Poloniex | $181882 | Moderate | USDT/PUSS |
SunSwap | $7746 | High | TRX/PUSS |

অর্থাৎ, গত ২৪ ঘন্টায় সবমিলিয়ে ৮,৯১৬৩২.৯৮ ডলার মূল্যের ট্রেড ভলিউম ছিল। যার মধ্যে SunSwap এ TRX ট্রেড ভলিউমের পরিমাণ ছিল ৩১৯০৫ TRX। আমরা যদি টোটাল ট্রানজেকশনের দিকে দেখি, তাহলে দেখা যায় টোটাল ট্রানজেকশন হয়েছে ৬১টি যার মধ্যে ৩২টি ছিল বাই ভলিউম, অর্থাৎ, ৩২ টি ট্রানজেকশন কেনা হয়েছে এবং ২৯টি ট্রানজেকশন হচ্ছে সেল ভলিউম, অর্থাৎ বিক্রি হয়েছে। বাই ভলিউম ছিল ৩৫০০ ডলার এবং সেল ভলিয়ম ছিল ৪২০০ ডলার। এইসব ট্রানজেকশনগুলো ছয় জন বায়ার এবং চারজন সেলার করেছেন।

যোগাযোগ মাধ্যম এবং র্যাংকিংয়ের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখা যায় টুইটারে পুশ একাউন্টের টোটাল ফলোয়ার সংখ্যা হচ্ছে ৭৬৫৫ এবং টেলিগ্রামে মোট subscriber রয়েছে ৩১৯৩০ জন।
কয়েন মার্কেট ক্যাপ-এর বর্তমান র্যাংকিংয়ে পুশ রয়েছে ১৪০১তম স্থানে। কমিউনিটি ভোটের সংখ্যা ৩০০০ এর উপরে। DEX Screen-এ টোটাল ভোটের সংখ্যা বর্তমানে ২৩২৭টি। Coingem-এ এখন পর্যন্ত মোট ভোট পড়েছে ৬২১টি।
abb-curation.com -এ এখন পর্যন্ত টোটাল স্টেককৃত পুশের সংখ্যা ৩,৮১,৫২,৯২৩.
প্রিয় পুশ প্রেমী, আপনারা জানেন কিছুদিন আগে পুশের হঠাৎ করে কিছুটা দর পতন হয়েছে। এটা কেবলমাত্র পুশের ক্ষেত্রেই নয়, বরং পুরো ক্রিপ্টো জগতেই বড় রকমের একটি দর পতন ঘটেছে। এর বেশ কয়েকটি কারণ রয়েছে। আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রেট-কাট জনিত একটি ঘোষণার কারণে মার্কেট কিছুটা ধাক্কা খেয়েছে। তাছাড়া লস এঞ্জেলসে প্রাকৃতিকভাবে আগুন লাগা এবং আরো একটি নতুন মহামারীর অশনি সংকেত এর একটি বড় কারণ।
ধারণা করা হচ্ছিল খুব শীঘ্রই ক্রিপটো মার্কেট আবারো পাম্প করবে এবং আজ থেকে সেটাই হচ্ছে। পুশো বর্তমানে দর বৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে এবং খুব শীঘ্রই আগের অবস্থায় ফিরে নতুন করে নতুন এক উচ্চতায় পৌঁছাবে। আমরা সকলেই এমন আশা ব্যক্ত করি। পুশ নিয়ে আপনার চিন্তাভাবনা আপনিও লিখতে পারেন।

DEX Screen Voting Time for today does not come yet.
আপনি দেখছি অনেক সুন্দর তথ্য রাখেন। আপনার এই পোস্ট করলাম আর বেশ অনেক কিছু জানতে পারলাম পুস কয়েন সম্পর্কে। অনেক সুন্দর ভাবে আপনি বিস্তারিত উপস্থাপন করেছেন। এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। পুশ আমাদের সকলের প্রিয় কয়েন। পুশের তথ্য আমাদের সকলেরই জানা উচিত।
ভাইয়া অনেক সুন্দর পোস্ট করেছেন তো আপনি। পুষ কয়েন নিয়ে অনেক কিছু লিখেছেন। আপনি এই কয়েন নিয়ে অনেকটা সচেতন। ভালো লাগলো অনেক কিছু জানার সুযোগ পেয়ে।
আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
পুশ কয়েলের বর্তমান অবস্থাটি অত্যন্ত চমৎকার ভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আশা করি পুশ কয়েলের বাজার আগামী দিনে আরও পাম্প করবে। যাহোক আপনার এই পোষ্টটি পড়ে ক্রিপ্টো মার্কেট সম্পর্কে বেশ গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পেরেছি। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
অনেক তথ্য সমৃদ্ধ পোস্ট। আমরা যারা পুস প্রমোশন করি তাদের প্রত্যেকেরই জানা উচিত বর্তমানে পুসের বাজার। লস এঞ্জেলসের ভয়াবহ দুর্ঘটনা অনেক কিছুরই ক্ষতি হবে। সেখানকার প্রাণ শুধু তাই নয় আমার তো ধারণা ওদের জিডিপি হ্রাস পাওয়া মানে অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে। দেখা যাক সামনের দিনগুলো কি নিয়ে আসে আমাদের জন্য। ভালো কিছুর প্রত্যাশা রাখি। আপনার পোস্টটি পড়ে সমৃদ্ধ হলাম।
আমরা সবাই ভালো কিছুর প্রত্যাশা রাখি। ধন্যবাদ দিদি আপনার সুন্দর মন্তব্যের জন্য।
বিটকয়েন মার্কেটে একটা ভালো কারেকশন এসেছে। আর এইজন্যই পুরো মার্কেট ডাউন। এটা মার্কেটে স্বাভাবিক ব্যাপার। আর আমি মনে করি এটা ভালো সুযোগ। পুশ কেনার জন্য আরও একটা বাই জোন পাওয়া গেল। পুশ এর যাবতীয় কিছু বেশ দারুণ ভাবে উপস্থাপন করেছেন ভাই। সময়ের ওভাবে ঐভাবে মার্কেট নিয়ে ঘাটাঘাটি করা হয় না। আপনার পোস্ট থেকে বেশ ভালো ধারণা পাওয়া গেল বতর্মান অবস্থা সম্পর্কে।।
আমার পোস্ট পড়ে মার্কেট সম্পর্কে ধারণা পেয়েছেন যেন খুশি হলাম। ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনার মন্তব্য আমাকে সবসময় উৎসাহ দেয়।