সংগ্রামী মানুষের সফলতার বাস্তব গল্প।

in আমার বাংলা ব্লগ7 days ago

আসসালামুআলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজ আমি জীবন সংগ্রামে জয়ী এক মানুষের গল্প বলব মানুষটি সম্পর্কে আমার বাল্যবন্ধু হয়। গোপনীয়তার খাতিরে আমি তার নাম প্রকাশ করছি না।


pexels-geralt-21696.jpg

Photo by Gerd Altmann

আমার বাড়ি বাংলাদেশের এমন একটা এলাকায় যেখানে প্রায় প্রতিটি পরিবারেই ন্যুনতম একজন করে প্রবাসী আছে। আমার বেশিরভাগ বন্ধু-বান্ধবের বাবাই প্রবাসী ছিলেন। আমার নিজের বাবাও একজন প্রবাসী ছিলেন। কিন্তু আমার যেই বন্ধুকে নিয়ে এই গল্প লিখছি তার বাবাই ছিল না। ছোটবেলাতেই তার বাবা মারা যায়। সে খুব ভালো ছাত্র ছিল এবং আমরা পঞ্চম শ্রেণিতে একসাথে বৃত্তি পরীক্ষা দিয়েছিলাম। আমাদের স্কুলের ইতিহাসে অবশ্য কেউই বৃত্তি পায়নি। আমরাও তার ব্যতিক্রম ছিলাম না।

প্রাইমারি শেষ করে আমি শহরে চলে আসি আর ছেলেটি গ্রামের সরকারি হাই স্কুলে ভর্তি হয়। মামাদের সহায়তায় পড়াশোনা কিছুটা চালিয়ে গেলেও শেষ পর্যন্ত আর পারেনি। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েই সে শহরে চলে আসে কাজ করার জন্য। ঢাকার উত্তরায় মাসকট প্লাজার পাশে তার মামার পরিচিত এক বন্ধুর গাড়ির গ্যারেজ ছিল। ছেলেটি সেখানে কাজ শিখতে থাকে। দীর্ঘ ১০ বছর সেখানে কাজ শেখার পর পুরো বিষয়টি যখন তার রপ্ত হয়ে যায় তখন সে নিজেই একটি গ্যারেজ দেওয়ার চিন্তাভাবনা করতে থাকে। এজন্য তার বেশ কিছু টাকার প্রয়োজন হয়। তার মামারা তখন তাকে সাহায্য করে। বাবার ওয়ারিশ সূত্রে কিছু জমি সে পেয়েছিল। সেখান থেকে কিছু জমি সে বিক্রি করে দেয়। ব্যাংক থেকেও কিছু টাকা সে লোন করে। এভাবেই সে তার স্বপ্নের গ্যারেজ শুরু করে।

বর্তমানে সে একজন সফল ব্যবসায়ী হয়ে গিয়েছে। অবশ্য কখনোই তার সাথে আমার বন্ধুত্বের ফাটল ধরেনি। ঈদে যখন আমরা বাড়িতে যেতাম তখন একে অপরের সাথে দেখা করতাম এবং অনেক সময় একসাথে পার করতাম। নিজেদের জীবন নিয়ে আলোচনা করতাম। সে তার ব্যবসার কথা বলতো, আমি আমার চাকরির কথা বলতাম। আমরা আরো অন্যান্য বন্ধুবান্ধব মিলে একসাথে ওই সময়টুকুতে ঘুরতে যেতাম। কর্মস্থলে ফিরে সে তার ব্যবসা নিয়ে ব্যস্ত থাকত এবং আমি আমার চাকরি নিয়ে ব্যস্ত থাকতাম। আমাদের যোগাযোগ খুব একটা হত না। কিন্তু মাঝেমধ্যে আমরা যোগাযোগ করতাম এবং একে অপরের সাথে কুশল বিনিময় করতাম।

তার আজকের সাফল্যে আমি অনেক খুশি। কারণ আমি ছোট থেকে দেখেছি সে অনেক কষ্ট করে বড় হয়েছে। সে অনেক সংগ্রাম করেছে। আসলে মানুষ যদি পরিশ্রমী হয় এবং তার যদি নীতিবোধ থাকে, ন্যায় নিষ্ঠার সাথে সে কাজ করে তাহলে অবশ্যই সে একদিন সফল হবে। আমার এই বন্ধু একটি অনুপ্রেরণা। বাবার সাপোর্ট না পেয়েও আজকে সে প্রতিষ্ঠিত।

আমার মনে হলো তার জীবনের সংগ্রামী গল্প আপনাদের সাথে শেয়ার করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা রইল।


PUSSFi_NFT22.png

আমার সম্পর্কে
আমি মুহাম্মদ সাব্বির আকিব। জন্মসূত্রে একজন বাংলাদেশি। জেলাঃ চাঁদপুর, থানাঃ ফরিদগঞ্জ। থাকি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানাধীন দক্ষিণ গাজীরচট নামক স্থানে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রসায়নে স্নাতক (সম্মান) সম্পন্ন করেছি। বর্তমানে একটি ফার্মেসিতে ফার্মাসিস্ট হিসাবে কর্মরত রয়েছি। বিবাহিত এবং আল্লাহ একটি পুত্র সন্তানের জনক করেছেন, আলহামদুলিল্লাহ।
Sort:  
 6 days ago 

যার মধ্যে ন্যায় নীতি রয়েছে এবং সৎতার সাথে কাজ করে সে অবশ্যই একদিন সফল হবে। যাই হোক ঠিক তেমনি একটি পোস্ট আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই পোস্ট আমার কাছে খুবই ভালো লাগলো।

 6 days ago 

ঠিক বলেছেন আপু। নীতিবান মানুষ সফল হবেই। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।