"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা-৫৬ || শেয়ার করো তোমার তৈরি ঈদের ইউনিক শরবত বা ফলের জুসের রেসিপি।

in আমার বাংলা ব্লগ9 months ago (edited)
আসসালামুআলাইকুম

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


গত কিছুদিন থেকেই প্রচন্ড গরম পড়েছে। যদিও গত দু-তিন দিন আবহাওয়া কিছুটা ঠান্ডা ছিলো। তবে আজ থেকে দেখছি আকাশ থেকে মনে হয় রীতিমতো আগুন ঝরছে। এখন চৈত্র মাসের প্রায় শেষের দিকে। বৈশাখ আসন্ন প্রায়। এ সময় আমাদের অঞ্চলের আবহাওয়া এমনটাই থাকে। তবে এই প্রচন্ড গরমের ভেতরে আপনাকে প্রশান্তি দিতে পারে এক গ্লাস শরবত অথবা ফলের জুস। আশা করি এতক্ষণ ধরতে পেরেছেন এবারের কনটেস্টটি কি নিয়ে হতে যাচ্ছে। বর্তমানে ঈদের আমেজ চলছে, এমত অবস্থায় সবাই পরিবার পরিবার নিয়ে অনেক ব্যস্ত সময় পার করছে। বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছেন, সেই জায়গা থেকে এসে যদি এক গ্লাস ঠান্ডা শরবত খাওয়া যায় তাহলে কিন্তু মনসহ ঠান্ডা হয়ে যায়। তাই এই ঈদের আমেজকে আরো উৎসবময় করতে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

36bf8ccae7248ce4.png

ব্যানার ক্রেডিট: @alsarzilsiam

এবারের কনটেস্টের বিষয় হচ্ছে ঈদের ইউনিক শরবত বা ফলের জুসের রেসিপি। গতকাল ছিলো ঈদের দিন। এই দিনে প্রত্যেকটি মুসলিম পরিবারে বিভিন্ন রকম খাবার দাবার রান্না করা হয়। সেই সাথে বিভিন্ন রকম পানিয়ের ব্যবস্থা থাকে। কেউ নানা রকমের শরবত তৈরি করেন আবার কেউ বিভিন্ন রকমের ফলের জুস। যেগুলো এই প্রচন্ড গরমে শরীর এবং মনে প্রশান্তি এনে দেয়। আবহমান কাল থেকেই এই বাংলায় শরবত খাওয়ার প্রচলন ছিলো। সেই ধারা এখনো চলমান। এটা আপনি শহরের বিভিন্ন জুসবার এবং রাস্তার পাশের শরবতের দোকানগুলি দেখলেই বুঝতে পারবেন। এই গরমের ভেতরে সেই সমস্ত দোকানে লোকজনের ভিড় আপনাকে তাদের জনপ্রিয়তাটা বুঝিয়ে দেবে। তো এবারে আপনারা তৈরি হয়ে যান আপনাদের সব ইউনিক শরবত বা জুসের রেসিপি নিয়ে। আমার বাংলা ব্লগের ইউজাররা এই কাজে যথেষ্ট পারদর্শি। আমরা অতীতেও বিভিন্ন রকমের কনটেস্টের দুর্দান্ত সব এন্ট্রি দেখতে পেয়েছি। এবারও আশা করি তার ব্যতিক্রম হবে না।


নির্দেশিকাঃ


  • প্রতিযোগিতাটি শুধুমাত্র আমার বাংলা ব্লগ এর সদস্যদের জন্য।

  • পোষ্টটি অবশ্যই আমার বাংলা ব্লগ এর মাধ্যমে করতে হবে।

  • কমপক্ষে ২০০ শব্দ থাকতে হবে।

  • Plagiarism নিষিদ্ধ, তাই Plagiarism পাওয়া গেলে অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।

  • পোষ্ট করার পর যদি মনে করেন ভুল হয়েছে তাহলে অংশগ্রহণকারীরা দুইবার এডিট করতে পারবেন। দুই বারের অধিক গ্রহণযোগ্য হবে না।
  • শরবতের জায়গায় কোন ডেজার্ট এর রেসিপি গ্রহণযোগ্য হবে না। আপনার রেসিপিটি এমন হতে হবে যেটা দেখে আমাদের কাছে শরবত অথবা ফলের জুস মনে হয়।

  • অংশগ্রহনের সময়সীমা ১৮ এপ্রিল , ২০২৪ সকাল ৮ টা পর্যন্ত (বাংলাদেশী সময়)। নির্দিষ্ট সময়ের পর অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।

  • আপনার প্রথম পাঁচটি ট্যাগ এর মধ্যে অবশ্যই #abbcontest-56, #recipe এবং #amarbanglablog এই তিনটি ট্যাগ ব্যবহার করতে হবে।

  • ১০% এর বেশী বানান ভুলের কারনে অংশগ্রহণ বাতিল গণ্য হতে পারে, সুতরাং এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।

  • আপনাকে অবশ্যই আমার বাংলা ব্লগ কমিউনিটি subscribe করতে হবে এবং পোস্টটি Re-steem করতে হবে।

  • আপনার অংশগ্রহণের পোস্টের লিংকটি এই পোস্টের নিচে কমেন্ট করার মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

পুরস্কারঃ


প্রথম স্থান অধিকারী - ৩৫ স্টিম
দ্বিতীয় স্থান অধিকারী - ২৫ স্টিম
তৃতীয় স্থান অধিকারী - ২০ স্টিম
চতুর্থ স্থান অধিকারী - ১৪ স্টিম
পঞ্চম স্থান অধিকারী - ১২ স্টিম
ষষ্ঠ স্থান অধিকারী- ১০ স্টিম
সপ্তম স্থান অধিকারী- ৯ স্টিম
বিশেষ পুরস্কার- ১৫ স্টিম

এই প্রতিযোগিতার বিচারক মন্ডলীর দায়িত্বে থাকবেনঃ


IDDesignation
@rmeFounder
@blacksCo-Founder
@rupokModerator
@alsarzilsiamModerator
@kingporosModerator
@tangeraModerator

প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে, আগামী ১৮ এপ্রিল, ২০২৪ রোজ বৃস্পতিবার, আমার বাংলা ব্লগ কমিউনিটির Voice Hangout এর মাধ্যমে।


প্রতিযোগিতার স্পন্সর এবিবি ফির্চাড

Posted using SteemPro Mobile


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png




Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......

Sort:  
 9 months ago 

আমার অংশগ্রহণ

1000112859.jpg

https://steemit.com/hive-129948/@narocky71/4h2tqs

১ নং এন্ট্রি।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 9 months ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় ইউনিক ইউনিক প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়। সেই প্রতিযোগিতায় বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করা যায়।তাই এই প্রতিযোগিতায় একজন অংশগ্রহণকারী হিসেবে নিজের নামটি লেখানোর চেষ্টা করব ইন-সা-আল্লাহ।

 9 months ago 

আমার বাংলা ব্লগ মানেই নতুন কিছু। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কনটেস্ট আমাদের মাঝে আয়োজন করার জন্য । প্রচুর ইউনিক শরবত রেসিপি দেখতে পাবো।সকলের জন্য শুভকামনা রইল। অবশ্যই অংশগ্রহণ করব এটাতে ।

 9 months ago 

আমার বাংলা ব্লগের ৫৬ তম প্রতিযোগিতা দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আসলে ঈদের সময় আমরা বিভিন্ন রকমের সরবত রেসিপি তৈরি করে থাকি। আর এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা কিছু ইউনিক ইউনিক শরবতকে রেসিপি দেখতে পাবো। আশা করছি প্রতিযোগিতাটি অনেক ভালো হবে।এই প্রতিযোগিতা শেয়ার করে জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 9 months ago 

প্রতিবারের মতো আমার বাংলা ব্লগে এবারও দারুন একটি কন্টেস্টের আয়োজন করা হয়েছে। এবারের কনটেস্ট এর বিষয়বস্তুটি আমার কাছে খুবই ভালো লেগেছে । গরমে এক গ্লাস শরবত হলে আসলেই প্রাণ জুড়িয়ে যায়। ঈদকে ঘিরে এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য অনেক ধন্যবাদ।

 9 months ago 

আমার বাংলা ব্লগের ৫৬ তম প্রতিযোগিতায় দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। আর এই প্রতিযোগিতাটি একদম ইউনিক এবং অনেক ভালো লেগেছে। কারণ ঈদের সময় আমরা বিভিন্ন রকমের শরবত তৈরি করে থাকি। আশা করছি এই প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করব।

 9 months ago 

সময় উপযোগী একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।শরবত বা ফলের জুসের রেসিপি প্রতিযোগিতা দেখে খুব খুশি হলাম। চেষ্টা করব সর্বোচ্চটা দিয়ে এই প্রতিযোগিতায় ভালো কিছু নিয়ে আসতে। ধন্যবাদ সবাইকে।

 9 months ago 

সত্যি ঈদ মানে আনন্দ। ঈদ আমাদের জন্য অনেক বেশি খুশি বয়ে আনে। আর এই খুশিতে আমরা বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে বেশি পছন্দ করি। তাই জন্য এবারে এত সুন্দর একটা রেসিপির আয়োজন করেছেন দেখে বেশি ভালো লাগলো। আমিও চেষ্টা করব ইউনিক একটা রেসিপি উপস্থাপন করার। সবার কাছ থেকে নিশ্চয়ই এবার ইউনিক সব রেসিপিগুলো দেখতে পারবো।

 9 months ago 

অনেক সুন্দর একটি কনটেস্টের আয়োজন করা হয়েছে। আশা করি এবার আমরা অনেক সুস্বাদু ফলের জুস দেখতে পারবো এই কনটেস্টের মাধ্যমে। ইনশাল্লাহ আমিও অংশগ্রহণ করবো। সুন্দর এই আয়োজন করার জন্য ধন্যবাদ।