বন্ধুদের সাথে আড্ডাবাজি ও টুর প্ল্যান (প্রথম পর্ব)।

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


কয়েকদিন আগে বন্ধু ফেরদৌসের সাথে ফোনে কথা হলে সে জানালো সে এই সপ্তাহেও ফরিদপুর আসবে। তখনই মনে মনে পরিকল্পনা করেছিলাম ফেরদৌস আসলেই আবার দুজন ঘুরতে বের হবো। যদিও ফেরদৌস গত সপ্তাহে যাওয়ার সময় বলে গিয়েছিলো এই সপ্তাহে সে ফরিদপুরে আসবে না। পরবর্তীতে তার একটি ব্যক্তিগত কাজ পড়ে যাওয়ায় তাকে ফরিদপুর আসতে হয়েছে। যাই হোক সে গতকাল রাতে ফরিদপুর এসে পৌঁছেছে। আজকে সকালে ফেরদৌস আমাকে ফোন দিলে। আমি তাকে জিজ্ঞেস করলাম। বিকালে তোমার কোন কাজ আছে কিনা?

IMG_20240913_070539.jpg

ফেরদৌস বললো তার কোনো কাজ নাই। তখন পরিকল্পনা করলাম বিকালে দুজন ঘুরতে বের হবো। পূর্ব পরিকল্পনা মোতাবেক আজকে আমি বিকাল সাড়ে চারটার দিকে নির্ধারিত স্থানে গিয়ে উপস্থিত হলাম। সেখানে যাওয়ার কিছুক্ষণ পরেই বন্ধু ফেরদৌস আমাকে ফোন দিলো। ফোন দিয়ে জানালো তার মোটরসাইকেলটা হঠাৎ করে নষ্ট হয়ে গিয়েছে। তখন আমি বললাম কোনো সমস্যা নেই। আমরা আজকে অটো রিক্সাতে করে রাফসানের এলাকাতে যাই। সেখানে গিয়ে কয় বন্ধু মিলে আড্ডা দেয়া যাবে। বুদ্ধিটা ফেরদৌসের কাছে বেশ পছন্দ হোলো। তারপর আমি ওকে রাস্তার পাশে দাঁড়াতে বলে একটা অটো রিক্সা নিয়ে ফেরদৌসের বাসার দিকে আগাতে লাগলাম।


IMG_20240913_172700.jpg

সেখানে গিয়ে দেখি ফেরদৌস তৈরি হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে। আমি সেখানে সেখানে পৌঁছাতেই ফেরদৌস অটো রিক্সায় উঠে বসলো। তারপর দুই বন্ধু মিলে গল্প করতে করতে রাফসানের এলাকার দিকে আগাতে লাগলাম। অবশ্য রাফসানের এলাকাতে পৌঁছতে আমাদের খুব একটা বেশি সময় লাগেনি। রাফসানের শোরুমের সামনে পৌঁছে দেখি রাফসানের একা একা বসে রয়েছে। পরবর্তীতে আমি আর ফেরদৌস দুজনে তার শোরুমে ঢুকে তার সাথে গল্প করতে লাগলাম। বিভিন্ন রকম গল্পের এক পর্যায়ে আমাদের ঘোরাফেরার প্রসঙ্গটা উঠলো। আমরা দীর্ঘ কয়েক বছর যাবত কয় বন্ধু মিলে ঘোরাফেরার প্ল্যান করছি।


IMG_20240913_070311.jpg

কিন্তু সেই পরিকল্পনা আর বাস্তবায়ন করা হয়ে উঠছিলো না। আজকে আমি যখন ঘুরতে যাওয়ার প্রসঙ্গ উঠালাম তখন প্রথমে রাফসান যেতে রাজি হোলো না। পরবর্তীতে আমার আর ফেরদৌসের আগ্রহ দেখে সে কিছুটা সাহস করে বললো। তাহলে চল সামনের সপ্তাহে কোন একটা জায়গা থেকে ঘুরে আসি। প্রথমে আমি ওদেরকে কক্সবাজার যাওয়ার প্রস্তাব দিলাম। তবে রাফসান সেই প্রস্তাবে আপত্তি জানালো। (চলবে)


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসহুয়াই নোভা 2i
ফটোগ্রাফার@rupok
স্থানফরিদপুর

logo.png



PUSS_Banner2.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

standard_Discord_Zip.gif


break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @rupok,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 4 months ago 

আসলেই আপনাদের ঘুরাঘুরি করার প্ল্যান কবে থেকেই হচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত কোথাও যাওয়া হচ্ছে না। যাইহোক কক্সবাজার যাওয়ার প্ল্যানটা দারুণ হয়েছে। রাফসান ভাই রাজি না হলেও আপনারা বলে রাজি করাবেন এবং দ্রুত কক্সবাজার চলে যাবেন। দেরী করলে আবার প্ল্যান বাতিল হয়ে যেতে পারে। যাইহোক পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম ভাই।