"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৬৪ || শেয়ার করো তোমার সেরা মাছের রেসিপি।
আপনারা জানেন মাছে ভাতে বাঙালি। বাঙালির খাবারের পাতে এক টুকরো মাছ নাহলে যেন চলেই না। আর নদীমাতৃক এই বাংলা জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য নদী-নালা খাল বিল। আর এই নদী-নালা খালবিলে হরেক প্রজাতির মাছ পাওয়া যায়। আর নদী নালা খাল বিলে পাওয়া সেই মাছগুলো স্বাদে হয় অতুলনীয়। বাঙালি যত রকমের মাছ খায় আমার সন্দেহ পৃথিবীতে আর কোন জাতি এত ধরনের মাছ খায় কিনা। বরাবরের মতো এবারও আমরা আশা করব আপনারা নানান রকম মাছের বৈচিত্রপূর্ণ রেসিপি নিয়ে হাজির হয়ে যাবেন। এমনিতেই আমার বাংলা ব্লগের রেসিপি কনটেস্টের তুলনা হয় না। কারণ আমাদের রেসিপি কনটেস্ট গুলোতে এত চমৎকার সব কনটেন্ট নিয়ে আপনারা হাজির হয়ে যান যেটা আসলেই অসাধারণ। তাহলে চলুন দেখে নেয়া যাক এবারের কনটেস্টের নিয়ম গুলো।
নির্দেশিকাঃ
- প্রতিযোগিতাটি শুধুমাত্র আমার বাংলা ব্লগ এর সদস্যদের জন্য।
- পোষ্টটি অবশ্যই আমার বাংলা ব্লগ এর মাধ্যমে করতে হবে।
- কমপক্ষে ২০০ শব্দ থাকতে হবে।
- Plagiarism নিষিদ্ধ, তাই Plagiarism পাওয়া গেলে অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।
- পোষ্ট করার পর যদি মনে হয় কোথাও ভুল হয়েছে তাহলে অংশগ্রহণকারীরা দুবার এডিট করতে পারবেন। দুই বারের অধিক এডিটেড পোস্ট গ্রহণযোগ্য হবে না।
- অংশগ্রহনের সময়সীমা ৩১ শে অক্টোবর ২০২৪ সকাল ৯ টা পর্যন্ত (ভারতীয় সময়)। নির্দিষ্ট সময়ের পর অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।
- আপনার প্রথম পাঁচটি ট্যাগ এর মধ্যে অবশ্যই #abbcontest-64 #fishrecipe-contest #amarbanglablog এই তিনটি ট্যাগ ব্যবহার করতে হবে।
- ১০% এর বেশী বানান ভুলের কারনে অংশগ্রহণ বাতিল গণ্য হতে পারে, সুতরাং এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
- আপনাকে অবশ্যই আমার বাংলা ব্লগ কমিউনিটির সাবস্ক্রাইবার হতে হবে এবং পোস্টটি রি-স্টিম করতে হবে।
- আপনার অংশগ্রহণের পোস্টের লিংকটি পোস্টের নীচে কমেন্ট করে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
পুরস্কারঃ
- প্রথম স্থান অধিকারী - ৩৫ স্টিম
- দ্বিতীয় স্থান অধিকারী - ২৫ স্টিম
- তৃতীয় স্থান অধিকারী - ২০ স্টিম
- চতুর্থ স্থান অধিকারী - ১৪ স্টিম
- পঞ্চম স্থান অধিকারী - ১২ স্টিম
- ষষ্ঠ স্থান অধিকারী- ১০ স্টিম
- সপ্তম স্থান অধিকারী- ৯ স্টিম
- বিশেষ পুরস্কার- ১৫ স্টিম
প্রতিযোগিতার বিচারক মন্ডলীরা:
ID | Designation |
---|---|
@rme | ✠ Founder 🔯 |
@blacks | Co-Founder♛🇮🇳【IND】 |
@rupok | Community Moderator 🇧🇩 |
@kingporos | Community Moderator 🇮🇳 |
@alsarzilsiam | Community Moderator 🇧🇩 |
@tangera | Community Moderator 🇧🇩 |
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness
OR
এই প্রতিযোগিতার মাধ্যমে মাছের চমৎকার সব রেসিপি গুলো দেখার সুযোগ হবে। মাছ খেতে সবাই অনেক পছন্দ করে। আর যদি নতুন ভাবে মাছ রান্না করা হয় তাহলে আরো বেশি ভালো লাগে। চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাই।
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
অও, মাছের রেসিপি দারুণ একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।চেষ্টা করবো অংশগ্রহণ করার জন্য এবং সুন্দর সুন্দর মাছের রেসিপি দেখতে পাবো বলে আশা করি।ধন্যবাদ সুন্দর প্রতিযোগিতার আয়োজন করার জন্য।
দারুণ বিষয়। বাঙালি মাছে ভাতে বাঙালি। সেই দিক থেকে চমৎকার এবং লোভনীয় বেশ কিছু রেসিপি আমরা দেখতে পাবো। উফফফ
এবার দারুণ একটি প্রতিযোগিতা শুরু হলো আমার বাংলা ব্লগে। নিশ্চয়ই নিজের ইচ্ছে মতো একটি মাছের রেসিপি শেয়ার করে এই প্রতিযোগিতায় অংশ নেব। তবে তার থেকেও বেশি আগ্রহী রইলাম সকলের ভিন্ন ভিন্ন রকমের রেসিপি দেখবার জন্য।
প্রতিবারের ন্যায় এবারও বেশ দারুন একটি প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। চেস্টা করবো নিজের সেরা মাছের রেসিপিটি নিয়ে অংশগ্রহনের জন্য। সেই সাথে আশায় রইলাম ইউনিক সব রেসিপি দেখার।
আমরা বাঙালিরা মাছে ভাতে বাঙালি। আমরা যা খাই না কেন দিনশেষে আমরা মাছ ভাত খাই। আমাদেরকে মাছ ভাত খেতে হয়, না খেলে ভালো লাগে না। দুই বাংলাতেই বেশ মজার মজার মাছ পাওয়া যায় আমাদের নদীতে। শুধু নদীতে কেন পুকুরেই অনেক মজার মজার মাছ চাষ হয়। এবার আমরা অনেক ইউনিক রেসিপি দেখতে পাবো আশা করি। বেশ মজার মজার মাছের সুস্বাদু রেসিপি গুলো দেখার জন্য অপেক্ষায় রইলাম। ইনশাআল্লাহ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য চেষ্টা করব।
চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমার বাংলা ব্লগ মানেই হচ্ছে ভিন্ন রকম আয়োজন। সেরা মাছের রেসিপি আশাকরি দেখতে পাবো। আমিও অংশগ্রহণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
মাছ না হলে কি বাঙালির খাবার হজম হয় নাকি? মাছ তো অবশ্যই থাকা লাগে খাবারের আইটেমে। আসলে এই জন্যই তো বলা হয় মাছে ভাতে বাঙালি। সবাই নিজেদের পছন্দের মাছের মজার মজার রেসিপি তৈরি করবে। আমি নিজেও চেষ্টা করবো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আশা করছি সবার কাছ থেকে ইউনিক সব রেসিপি দেখবো।
বেশ দারুন একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে মাছে ভাতে আমরা বাঙালি তাইতো সবার প্রিয় মাছ দিয়ে ভিন্ন রকমের রেসিপি নিয়ে হাজির হবো।আমিও প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য চেষ্টা করব। অনেক ধন্যবাদ ভাই দারুন একটি পোস্ট সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ।