You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ -১৮
শীতকাল নিয়ে মনীষীদের উক্তি-
রবীন্দ্রনাথ ঠাকুর : (এই শীতে) স্নান যে করে আর স্নান যে সহে/তব ঘৃণা তারে যেন তৃণসম দহে
কাজী নজরুল : চল চল চল/মাথায় দু ফোঁটা ছিটিয়ে জল, ভিজে তোয়ালেতে গা মুছে বল/ঢেলেছি আমি অনেক জল/চল চল চল।
বিবেকানন্দ : স্নানে ঘৃণা, লেপে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ইশ্বর।
মার্ক্স : শীতকালে পুরুষদের হারাবার কিছুই নেই, স্নান করার ইচ্ছেটি ছাড়া। জয় করার জন্য পড়ে আছে পুরো লেপের তলা।
গান্ধী : শীতকালে স্নান না করা পরম ধর্ম।
নেতাজী : তোমরা যদি আমার স্নানের বালতিতে ঠান্ডা জল দাও, আমি তোমায় তেড়ে গালাগাল দেবো।
ভাই এই মহামূল্য অমূল্য বচন আপনি কোথা হতে আনিয়া কোথা ঢালিয়া দিলেন, শীতের লাগিয়ে শরীর ভিজাইয়া কে করিবে মোরে অচল, হা হা হা।
খুঁজতে খুঁজতে পেয়ে গেছি ভাই। হা হা হা....🤣