You are viewing a single comment's thread from:

RE: এবিবি- ফান প্রশ্ন-১০২ || সুখে থাকলে ভূতে কিলায়, কিন্তু কেন?

হাফিজ ভাই, কথাটা একটু ভুল আছে সেটা হলো, সুখে থাকতে ভূতে কিলায় না, সুখে থাকতে বউতে কিলায়। বউ যখনই দেখবে আপনার মুখে একটু মিষ্টি হাসি অথবা বেশ কয়েকদিন ধরে আপনার মন মানসিকতা খুব ভালো যাচ্ছে, আপনি সুখে আছেন। তখনই বউ চিন্তা করবে একে তো সুখে থাকতে দেওয়া যাবে না, যে করেই হোক এর মাথার ভেতর টেনশন ঢুকিয়ে দিতে হবে। যাতে সুখে না থাকতে পারে, আর মন খারাপ করে সারাদিন আমার কথা চিন্তা করতে থাকে। যদি বউয়ের সাথে ভূতের তুলনা করা হয় তাহলে দেখা যাবে ভূত অনেক ভালো। খালি খালি ভূতের নামে বদনাম করা দরকার নেই হাফিজ ভাই।
Sort:  
 2 years ago 

আহারে ভূতের কিল খাওয়ানোর জন্য বউরা কত কিছুই না করছে। তারপরেও তাদের প্রশংসা কেউ করেনা। 🤪🤪🤪

ভালোবাসায় প্রশংসা পাওয়া যায় আপু, কিলে না...🤣🤣

 2 years ago 

এভাবে গোপন বিষয় ফাঁস করতে নেই, মামলা খাওয়ার ভয় আছে কিন্তু।

মামলা খেলেও সমস্যা নেই হাফিজ ভাই। সত্যি কথা বলার মত সৎ সাহস আছে এইটুক তো বলতে পারবো সবাইকে।

 2 years ago 

বিয়ে না করে এত অভিজ্ঞতা ভাই, কিভাবে? হাহাহা.. জাতি জানতে চায়!!

আমার দু একজন বন্ধুবান্ধব বিয়ে করে নিয়েছে। তাদের দেখেই আর কি অভিজ্ঞতা হচ্ছে। হা হা হা...