আসলেই আমাদের জীবন খুবই অনিশ্চিত। তবে এটা চিন্তা করলে তো আর হবে না নির্মাল্য দা। সামনে এগোতে তো হবে। যা হবে দেখা যাবে যতদিন বেঁচে থাকব ভালো ভাবে বেচেঁ থাকবো।
বেশ কিছু মৃত্যুর সংবাদ শুনলাম। যদিও এই ধরনের জিনিস আমার খুব খারাপ লাগে, পড়তে কষ্ট হয়। আর কে.কে এর মৃত্যুতে তো আমরা সবাই ভেঙ্গে পড়েছিলাম মানসিকভাবে।
বাচ্চাটি আপাতত চিকিৎসাধীন।
বেচেঁ আছে তো বাচ্চাটা....?