হ্যল্লো বন্ধুরা
আসসালামু আলাইকুম \ আদাব
আজ ৭ই বৈশাখ / ১৪২৯ বঙ্গাব্দ / সোমবার
কেমন আছেন আপনারা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আজ আমি আপনাদের মাঝে একটি ডিজিটাল আর্ট নিয়ে হাজির হয়েছি।
আমার প্রিয় বন্ধুগন, আজ আমি আবারও আপনাদের মাঝে একটি ডিজিটাল আর্ট শেয়ার করতে যাচ্ছি, আজ আমি পাহাড়ের চুরায় একটি রোমান্টিক দৃশ্য আর্ট করেছি, এমন ডিজিটাল আর্ট গুলো আমার খুবই প্রিয়, তাই আমি আমার পছন্দের আর্ট নিজেই করে নিলাম, যদিও আমি তেমন ভালো ডিজিটাল আর্ট করতে পারি না, তারপরেও আপনাদের ভালোবাসা পেয়ে অনেক কয়টি ডিজিটাল আর্ট করেছি, আমার আর্ট গুলো আপনাদের ভালো ও লেগেছে, তাই আমি আশা রাখতে পারি আমার আজকের আর্টিও আপনাদের ভালো লাগবে, তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমার ডিজিটাল আর্টটি দেখে নেওয়া যাক।
- Mobile
- Pixellap আ্যাপস
- Pixabay এখান থেকে ফ্রী png images নিয়েছি
প্রথমে আমি pixelleb অ্যাপস চালু করে নিউ মেনুতে যেয়ে একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করি, এবং সেটির সাইজ দেই 4:3 পিক্সেল। |
এরপরপ আমি আরে একটি লেয়ার তৈরি করি এবং আকাশ তৈরি করার জন্য লাল কালার করে নিলাম |
এরপরে draw অপশনে গিয়ে আমি একটি পাহাড় তৈরি করি, এবং সেটি কালো কালার পাহাড় ছিলো এরপর পাহাড়টি আমি ডান পাশে বসিয়ে দিলাম। |
এরপরে আমি আরও Draw অপশনে গিয়ে আরো একটি ছোট পাহাড়ের দৃশ্য আর্ট করি, এবং ছোট পাহাড়টি রড়ো পাহাড়টির অপর পাশে বসিয়ে দিলাম। |
এরপরে Shapes অপশনে গিয়ে একটি বৃত্ত তৈরি করি, এবং সেটিকে চাঁদে রুপান্তর করে নেই, এবং বড়ো পাহাড়টির পিছনে ভালো করে লাগিয়ে দিলাম। |
এরপরে আমি গেলারি থেকে একটি রোমান্টিক মেয়ে ছেলের png নিয়ে আসলাম, আসলে ডিজিটাল আর্ট করার আগে আমি কয়েকটি ফ্রী png ডাউনলোড করে রাখছিলাম, সেই রোমান্টিক png. টি চাঁদের মাঝ খানে বসিয়ে দিলাম। |
এরপরে আমি গেলারি থেকে একটি গাছের png নিয়ে আসলাম, এবং কালার অপশনে গিয়ে কালার চেঞ্জ করে কালো কালার করে নিলাম, এবং ছোট পাহাড়ের উপরে বসিয়ে দিলাম। |
এরপরে আমি মেয়ে এবং ছেলের মাথা উপরে কয়েকটি লাভ তৈরি করে নিলাম। |
এরপর চিত্রটিতে আমি কয়েকটি তারা সংযুক্ত করে দিলাম, যাতে করে চিত্রটি দেখতে একটু আকর্ষণীয় হয়। |
আমার ডিজিটাল আর্টি হয়ে গেলে আর্টির নিচে স্বাক্ষর হিসেবে আমি আমার ইউজার আইডির নাম উল্লেখ করি, এবং আর্টি save করে নিলাম। |
তো বন্ধুরা এই ছিলো আমার আজকের পাহাড়ের চুড়ায় রোমান্টিক দৃশ্যের ডিজিটাল
আর্ট, আশা করি আমার ডিজিটাল আর্ট আপনাদের ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
আমি রুবাইয়াত হাসান হৃদয়, আমি বাংলাদেশে বসবাস করি, আমি একজন ছাত্র এর পাশাপাশি আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির নিয়মিত একজন সদস্য, আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করতে পেরে আমি অনেক গর্বিত, কারণ আমি এখনে আমার জ্ঞান এবং সৃজনশীলতা প্রকাশ করতে পারি, আমি ট্রাভেল, ফটোগ্রাফি, অঙ্কণ, রেসিপি এবং DIY পোস্ট করতে অনেক ভালোবাসি, এবং এটা মন দিয়ে মানি মানুষ মানুষের জন্য।
Best Regards:-
@rubayat02
মনে হচ্ছে আপনি নিজের মনের অনুভূতি যেন অংকন এর মাধ্যমে তুলে ধরেছেন। রোমান্টিক দৃশ্য গুলো আমার কাছে একটু বেশি ভালো লাগে। পাহাড় পারে একটি ছেলে একটি মেয়েকে প্রপোজ করছে আহ একটু ফিল করুন 😇
Twitter Link
পাহাড়ের চূড়ায় রোমান্টিক দৃশ্য অংকন দেখে সত্যিই মুগ্ধ হলাম। এই ধরনের কিছু চিত্র অংকন দেখতে খুবই ভালো লাগে ।খুব দক্ষতার সাথে কাজটি সম্পন্ন করলেন। সুন্দর উপস্থাপনার মাধ্যমে শেয়ার করার জন্য ধন্যবাদ।
সত্যি বলতে ভাই অসাধারণ হয়েছে। অসাধারণ একটি রোমান্টিক মুহূর্তের দৃশ্য মোবাইল অ্যাপসের মাধ্যমে আপনি আর্ট করেছেন। খুব ভালো লাগলো।
ভাই আপনার কাজগুলো দেখলে খুবই ভালো লাগে। খুব অসাধারণ অসাধারণ কাগজ দেখতে পাই আপনার কাছ থেকে। আজও আপনি খুব চমৎকার একটি ডিজিটাল আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। বেশ ভালো ছিল ভাই। এত অসাধারন একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা ও ভালোবাসা রইলো আপনার জন্য।
পাহাড়ের চুড়ায় রোমান্টিক দৃশ্য ডিজিটাল। আর্ট দেখতে খুবই সুন্দর লাগছে। ডিজিটাল চিত্র অংকন আমি তেমন একটা করতে পারি না তবে আপনাদের অংকন দেখে অনেক কিছু শিখতে পারছি। এত সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।।
পাহাড়ের চুড়ায় রোমান্টিক দৃশ্য আর্ট টি অসাধারণ হয়েছে আমি দেখে মুগ্ধ। ধাপগুলো আপনি খুবই সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
পাহাড়ের চূড়ার রোমান্টিক দৃশ্য ওয়াও ভাইয়া দেখতে অনেক চমৎকার লাগছে। ডিজিটাল আর্ট গুলো আমার কাছে দেখতে অনেক ভালো লাগে। আপনি সব সময় অনেক সুন্দর সুন্দর ডিজিটাল আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন। খুব ভালো লাগলো ভাইয়া আপনার এই রোমান্টিক দৃশ্য দেখে। ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভেচ্ছা রইল।
ডিজিটাল আর্টের মাধ্যমে খুব সুন্দর একটি রোমান্টিক দৃশ্য অঙ্কন করেছেন এবং এটি বেশ চমৎকার ভাবে ফুটে উঠেছে। আপনার দৃশ্য অংকন এর ধাপগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।
খুবই সুন্দর হয়েছে আপনার আর্ট,এত সুন্দর আর্ট পিক্সাবাই দিয়ে করা যায় আগে জানতাম না খুবই সুন্দর হয়ে আমার ভালো লাগছে।ধন্যবাদ আমাদের।মাঝে শেয়ার করার জন্য।শুভ কামনা রইল