You are viewing a single comment's thread from:

RE: অপ্রত্যাশিত সাফল্যের অনুভুতি।

in আমার বাংলা ব্লগ2 years ago

বড়দি,, একদম মন থেকে ভালো লাগার কাজ করছে লেখাটা পড়ার পর। হয়তো তাদের প্রপার গাইডলাইন্স দিয়েছেন এবং যেখানে গেলে সর্বোচ্চ শিক্ষা টা পাবে, সেই দিকেই নিয়ে গেছেন, তাই জন্যই হয়তো আজ এই সফলতা। বাচ্চাদের এই ধরনের সৃজনশীলতা আমি সব সময় অনেক বেশি পছন্দ করি। আমার বিশ্বাস জেলা পর্যায়ে অনেক ভালো একটা সাফল্য বয়ে নিয়ে আসবে এবং আপনার মুখের হাসিটা ধরে রাখবে। ভগবান সব সময় আপনাদের পাশে থাকুন 🙏🙏

Sort:  
 2 years ago 

ছোড়দা আমারও আপনার মতো হয় হয় যদি অন্যের বাচ্চার ভালো কিছু শুনি খুশিতে মনটা ভরে যায়।একজন মা হিসেবে নিজের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাই যাতে ওরা ভালো কিছু করে।আপনার মুখের কথা যেনো সত্যিই হয় ছোড়দা।ভালো কিছু হলে আমি সত্যিই অনেক খুশি হবো কারন আমার সমস্ত খুশি আনন্দ ওদেরকে ঘিরেই।ভগবান ভরসা।অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো ছোড়দা।🙏🙏