You are viewing a single comment's thread from:

RE: || জগদ্ধাত্রী পুজা পরিক্রমা'২২ | পর্ব-০১ ||

in আমার বাংলা ব্লগ2 years ago

এত সুন্দর করে ব্লগটা সাজিয়েছো ভাই চোখটা যেন ফেরাতেই পারছিনা। প্রথমবার আমি গেলে হয়তো বিশ্বাসই করতে পারব না যে এত চমৎকার করে কখনো কোন আয়োজন হতে পারে আদৌ!! খুব সুন্দর লাগলো সবগুলো ছবি। আর এই ধরনের পোস্ট দেখলে আমার ভেতরে কি কাজ করে সেটা নিশ্চয়ই তুমি ভালো করেই জানো। বেশি কিছু বলব না আর, মা যেন আমাদের সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেন এবং সকলকে ভাল রাখেন এটাই প্রার্থনা।

Sort:  
 2 years ago 

আসলে দাদা,আমার তো আর তোমার মতো ভাষা দিয়ে পোস্ট সুন্দর করার ক্ষমতা নেই,তাই চেষ্টা করি যাতে ব্লগটা সুন্দর করে সাজিয়ে তোমাদের কাছে আকর্ষণীয় করে তোলার।
তবে খুব তাড়াতাড়ি তুমিও এই পুজো কাছ থেকে দেখতে পারবে বলে আমার বিশ্বাস।ভগবানের কাছে প্রার্থনা করো অন্তত একবার যেনো পুজোতে আমি তোমাকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করতে পারি।