এই ধরনের কাজ সবার দ্বারা সম্ভব নয়। আর সবাই পারেও না। এটার জন্য আলাদা মন থাকা চাই। অনেকেই টাকা দিয়ে সহযোগিতা করে হয়তো কিন্তু আমার কাছে শুধু টাকা টাই সব না,, এভাবে সময় দিয়ে কজন আছে যে পেছনে লেগে থাকে!!! অনেক মহৎ একটা কাজের সাথে যুক্ত আছো ভাই। আমার বিশ্বাস ভগবান তোমাদের সবার ভালো টাই করবেন সব সময়। 🙏
আশীর্বাদ কোরো দাদা,যাতে সবসময় এরকম কিছু করে যেতে পারি।