পূবের হওয়া পশ্চিমে গেল।। ফোক সঙ্গীত

in আমার বাংলা ব্লগlast year

নমষ্কার,,
আমার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। কিছুদিন গরমের ভাব টা একটু হলেও কম ছিল। যদিও আবার শুরু হয়েছে। তবে আপাতত সহ্য করার মত আছে গরমটা। শুনছি দুইদিন পর থেকে নাকি আবার বাড়বে। ভোগান্তির চরম সীমায় যেতে হবে আবারও।

আজকে একটা ফোক গান পোস্ট করছি। এটা কদিন আগে রেকর্ড করা। আমি শুয়ে শুয়ে ফোন ঘাটছিলাম। হঠাৎ ছোট ভাই রাজিব ডেকে বললো দাদা আসেন একটু গান বাজনা করি। আমিও আর না করতে পারলাম না। অনেক দিন বসি না এভাবে। লাস্ট বার বাড়ি থেকে আসার সময় একটা হাত বায়া কিনেছিলাম। ওটা বাজানোর নেশায় আরো গানের আড্ডায় বেশি বেশি বসতে ইচ্ছে করে। নতুন কোন কিছু হাতে পেলে স্বাভাবিক ভাবেই উৎসাহ টা একটু বেশি কাজ করে। হিহিহিহি।

রাজীবের সাথে প্রায় প্রায়ই যে এমন গান নিয়ে আড্ডায় বসি এটা অনেকেই জানেন আপনারা। আসলে রাজিব অনেক সুন্দর ফোক গাইতে পারে। এই গানটা আমি এর আগেও ওর গলায় শুনেছিলাম কিন্তু গানটা যে আসলে কার গাওয়া এটা ঠিক জানা নেই। তবে ভালো লাগে খুব। গানের মাঝে এক অন্তরায় লিরিক্স ভুলে গিয়েছিল ওভাবেই চালিয়ে নিয়েছি। হাহাহাহা। গানটা যদি হেড ফোন লাগিয়ে শোনেন আমার বিশ্বাস বেশ ভালো লাগবে। ব্যঞ্জো আর হাতবায়ার সাউন্ড টা খুব মিষ্টি লাগে হেডফোন লাগিয়ে। যাই হোক আবার কোন একদিন এমন গান পোস্ট করব হয়তো। ভুল ত্রুটি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

Sort:  
 last year 

ঠিক বলেছেন কয়েক দিন আগে আবহাওয়া ভালো ছিলো। তবে এখন আবারো গরম শুরু হয়েছে। অনেক দিন হলো আপনার কন্ঠে গান শোনা হয় না। অনেক দিন পরে গান শুনতে পেয়ে ভালো লাগলো। এই গানটি কয়েকবার শুনেছিলাম আমার কাছে ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে দাদা।

 last year 

আগের মত আর গান নিয়ে বসা হয় না ভাই। কেমন একটা অগোছালো জীবন চলছে। দোয়া করবেন। আর অনেক ভালো থাকবেন।

 last year 

আপনার গাওয়া গানটি সত্যিই অসাধারণ হয়েছে। অনেক ভালো লাগলো আপনার গাওয়া গানটি শুনে। ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য। ভালো থাকবেন।

 last year 

একটা সময় রাজিব ভাইয়ের গান শোনার জন্য অপেক্ষায় থাকতাম। উনি তো এখন আর কমিউনিটিতে একটিভ নেই। তবে মাঝে মাঝে উনার ইউটিউব চ‍্যানেল ঘুরে আসি। ফোক গান গুলোর মধ্যে একটা আলাদা রকমের অনূভুতি আছে। অসাধারণ লাগছে গানটা দাদা। অনেক দিন পর এমন আড্ডা দিলেন। ধন্যবাদ দাদা আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ভাই।

 last year 

সবাই কর্ম জীবনে ব্যস্ত হয়ে গেছে ভাই। তাই আর আগের মত কেউ অ্যাক্টিভ নেই। খুব ভালো লাগলো আপনার মন্তব্য। ভালোবাসা রইলো।