আর্ট || রঙিন একটি ম্যান্ডেলা আর্ট [ ২৪ অক্টোবর ২০২৪]

in আমার বাংলা ব্লগ16 hours ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। কিছুদিন আগে আমাদের বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজো ছিল। আর এই পূজোর ব্যস্ততার কারণেই ঠিকঠাক ভাবে কাজকর্ম করতে পারছিলাম না। আর এইসব বিভিন্ন ব্যস্ততার কারণেই গত কয়েক সপ্তাহ ধরে আমার কোন ধরনের আর্ট শেয়ার করা হয়নি। তাই ভাবলাম আজকে একটি আর্ট শেয়ার করবো। আজকে আমি একটি কালারফুল ম্যান্ডেলা আর্ট করেছি। তোমরা সবাই জানো যে, আমি আর্ট করতে অনেক বেশি ভালবাসি। আর আর্ট এর মধ্যে ম্যান্ডেলা আর্ট করতেই আমার সব থেকে বেশি ভালো লাগে। যদিও ম্যান্ডেলা আর্টের পাশাপাশি আমি অন্যান্য আর্টও করে থাকি। তবে আমার এই ম্যান্ডেলা আর্টই বেশি করা হয়ে থাকে। আর্ট করতে গেলে মূলত অনেক ধৈর্য সময় নিয়ে করতে হয়। আজকের আর্টটি করতেও আমার বেশ অনেকটাই সময় লেগেছে। যাইহোক, আমি আর্টের প্রত্যেকটি ধাপ নিচে স্টেপ বাই স্টেপ শেয়ার করেছি। আর্টের ধাপ গুলো দেখার মাধ্যমেই তোমরা আর্ট তৈরির পদ্ধতি শিখে নিতে পারবে। তাহলে আর কথা না বাড়িয়ে আর্টের ধাপগুলো নিচে দেখে নেওয়া যাক।

20241019_125850.jpg



প্রয়োজনীয় উপকরণ:

●বিভিন্ন কালারের স্কেচ পেন
●কালো জেল পেন
●পেন্সিল
●কম্পাস


20241019_130029.jpg

প্রথম ধাপ

প্রথম ধাপে, পেন্সিল ও কম্পাসের সাহায্যে একটি বৃত্ত অঙ্কন করে নিলাম। এবার বৃত্তের ভিতরে পেন্সিল
কম্পাসের সাহায্যে আরও চারটি বৃত্ত অঙ্কন করে নিলাম।

20241006_123601.jpg20241006_123737.jpg

দ্বিতীয় ধাপ

এবার কালো জেল পেনের সাহায্যে প্রত্যেকটি বৃত্ত হাইলাইটস করে নিলাম।

20241006_124242.jpg

তৃতীয় ধাপ

এই ধাপে, সব থেকে ছোট বৃত্তটিতে কালো জেল পেনের সাহায্যে ডিজাইন করে স্কেচ পেনের সাহায্যে কালার করে নিলাম।

20241019_111028.jpg20241019_111324.jpg

চতুর্থ ধাপ

এবার পরবর্তী আরও দুটি বৃত্তে কালো জেল পেনের সাহায্যে চিত্র অঙ্কন করে নিয়ে বিভিন্ন কালারের স্কেচ পেনের সাহায্যে কালার করে নিলাম।

20241019_112331.jpg20241019_112331.jpg
20241019_113919.jpg20241019_114627.jpg

পঞ্চম ধাপ

এই ধাপে, সর্বশেষ দুটি বৃত্তে একইভাবে কালো জেল পেনের সাহায্যে বিভিন্ন ধরনের ডিজাইন করে নিয়ে ভিন্ন ভিন্ন কালারের স্কেচ পেনের সাহায্যে কালার করে নিলাম।

20241019_121635.jpg20241019_122154.jpg
20241019_125022.jpg20241019_125707(0).jpg

ষষ্ঠ ধাপ

এবার সর্বশেষ ধাপে চিত্রের নিচে নিজের নাম লিখে চিত্র অঙ্কনের কাজ সম্পন্ন করলাম।

20241019_125744.jpg20241019_125821.jpg

20241019_125850.jpg


🎨পোস্ট বিবরণ🎨

শ্রেণীআর্ট
ডিভাইসSamsung Galaxy M31s
চিত্রকর@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই রঙিন ম্যান্ডেলা আর্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

First_Memecoin_From_Steemit_Platform.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 15 hours ago 

খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন হয়েছে আপনার ম্যান্ডেলা আর্ট। একরাশ মুগ্ধতা ছড়িয়ে পড়েছে। সাধারণত কমিউনিটিতে রঙ্গিন ম্যান্ডেলা আর্ট খুব কম দেখা যায়। আপনার এই আর্ট আমার খুব ভালো লেগেছে।

 3 hours ago 

আমার শেয়ার করা এই আর্ট টি যে আপনার কাছে খুব ভালো লেগেছে, সেটা জেনে অনেক খুশি হলাম ভাই আমি।

 4 hours ago 

সব সময় আপনি অনেক সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্ট করে থাকেন। আপনার ম্যান্ডেলা আর্ট গুলো আমার অনেক বেশি পছন্দের। কালারফুল হবে এবং অনেক বেশি নিখুঁতভাবে আর্টগুলো করেন, যার কারণে দেখতে বেশি সুন্দর লাগে। আপনার ম্যান্ডেলা আর্ট দেখেই বুঝতে পারছি প্রচুর সময় নিয়ে এটি কমপ্লিট করেছেন। একেবারে চোখ ধাঁধানো হয়েছে এই আর্ট টি।

 3 hours ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু, আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্টের এত সুন্দর প্রশংসা করার জন্য।

 36 minutes ago 

রঙিন পেন দিয়ে এইবার ম্যান্ডেলা আর্টটি কী যে সুন্দর বানিয়েছেন তা ভাষায় প্রকাশ করবার নয়। আমি জুম করে ছবিটি দেখেও একটুও খুঁত বার করতে পারিনি। অসাধারণ বানিয়েছেন সম্পূর্ণ শিল্প কর্মটি। ভালো করে দেখলে চোখের আরাম মনে হচ্ছে। মাস্টার আপনার এই ধরনের আর্টে দক্ষতা অভাবনীয় ভাই। খুব ভালো থাকুন এবং আরো ভালো ভালো আর্ট আমাদেরকে উপহার দিন।