দিশা আই হসপিটাল এমনিতেই অনেক ভালো। এখানে চোখের অপারেশন করলে মোটামুটি একটা ভালো রেজাল্ট পাওয়া যায়। যাই হোক, তোমার জেঠুর ছোটখাটো একটা সার্জারি হয়েছে এবং খুব অল্প সময়ের ভিতরে, এটা তো খুবই ভালো কথা। তবে এই ধরনের অপারেশন একটু ঠান্ডা পড়লেই করা ভালো। যাই হোক, সব থেকে বেশি অবাক হলাম এটা জেনে যে, এত ট্রিটমেন্ট করার পরেও ডাক্তার বাবু টাকা নিলেন না! এখনকার যুগে তো এরকম দেখাই যায় না। এখন বাকি সবকিছু কমপ্লিট করে উনি যাতে সুস্থ হয়ে যান, এটাই কামনা করি।