আমরা আসলে ঝড় বৃষ্টি হলে যতটুকু উপভোগ করি, তার ঠিক উল্টোটা হয় কৃষকদের সাথে। এই মানুষগুলোর কষ্টের কোন সীমা থাকে না এই দিনগুলোতে এবং ঝড় পরবর্তী সময়েও। তবে আপু, ঝড়ের কথা শোনার পরেও ২০ মণ ধান সেদ্ধ করতে দেওয়া হয়তো কিছুটা ভুল হয়েছিল। যদিও পরবর্তীতে সেই সমস্যা সমাধান হয়েছে। কিন্তু রোদ না হলে তো অনেক বড় ক্ষতি হয়ে যেত আপনাদের। আসলে এই ঝড় হয়ে যাওয়ার কারণে অনেকেরই মাথায় হাত পড়েছে।
জ্বি ভাইয়া বৃষ্টি আমাদের জন্য উপভোগ্য হলেও কৃষকের জন্য ক্ষতির কারণ।যাক অবশেষে সবকিছু সামলিয়ে উঠা গেছে এটাই অনেক। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা মন্তব্য করার জন্য।