আমার কাছেও তাই মনে হয় দিদি, প্রত্যেকটা দিনই আসলে মাতৃ দিবস। মায়ের বিকল্প যেমন কিছু হয় না, তেমনি মাতৃ দিবস বলেও কিছু হয় না। শুধু মাকে স্পেশাল ফিল করানোর জন্যই এই দিনটি পালন করা হয়। যাইহোক, তুমি যে মায়ের সাথে সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছো, এটা দেখে বেশ ভালো লাগছে দিদি। তাছাড়া তোমার মাকে দেওয়া তোমার ওই গিফটটা অনেক সুন্দর হয়েছে। দিদি, তোমার মা যখন অসুস্থ ছিল তখন আমাদের সকলেরই আসলে অনেক চিন্তা হচ্ছিল ওই সময়টাতে। যাইহোক, এখন উনি সুস্থ আছেন, এটা জেনেও খুব ভালো লাগছে।