You are viewing a single comment's thread from:

RE: অন্যের ভালো দেখলেই অশান্তি!

in আমার বাংলা ব্লগlast year

আচ্ছা আমি কি একটু জটিল করে বলে ফেলেছি...?

জটিল হয়নি আপু, আসলে আপনার পোস্টের টাইটেল দেখেই বোঝা যাচ্ছিল, আপনি কোন প্রসঙ্গে কথা বলবেন।

আমাদের আশেপাশে কিংবা আমাদের খুব নিকটে এমন কিছু মানুষ থাকে। যারা আসলে আমাদের সুখ কিংবা আমাদের উন্নতি কিংবা আমাদের ভালো কোনোটাই সহ্য করতে পারি না এবং যখনই আমাদের কোনো ভালো কিছু হয়। তখনই সেটা তাদের জন্য অনেক বেশি অশান্তির কারণ হয়ে দাঁড়ায়।

এটা একদম সত্যি কথা বলেছেন আপু। এইসব মানুষগুলো নিজেরা তো ভালো কিছু করবে না, তার পরিবর্তে সেই সব লোকদের পিছনে লাগবে যারা একটু উপরের দিকে উঠার চেষ্টা করছে। তবে আমিও মনে করি এসব মানুষদের থেকে যতটা সম্ভব দূরে থাকা উচিত। এতে করে নিজেরাও ভালো থাকা যায়।