You are viewing a single comment's thread from:

RE: || লাইফ স্টাইল : নীল ষষ্ঠীর দিন শিব স্নান করানোর কিছু মুহূর্ত ||

in আমার বাংলা ব্লগlast year

নীল ষষ্ঠীর দিন শিব স্নানের যে ব্যাপারটা, সেটা আমাদের বাড়িতেও হয়। যদিও প্রতিবছর মন্দিরে যাওয়া হয়, তবে এই বছর আমাদেরও বাড়িতেই সবকিছু করা হয়েছিল। তবে তুমি বাড়িতে শিব স্নানের ব্যবস্থা করলেও যথেষ্ট সুন্দর করে গুছিয়ে করেছো যা দেখছি দিদি। তাছাড়া আমাদের এই দিকটাতে খুব সম্ভবত চড়ক পুজো হয়নি, এজন্য যাওয়া হয়নি আর কি।

Sort:  
 last year 

তবে আমাদের বাড়ির পাশেই চড়ক পুজো হয়েছিল আর পাশের পাড়াতেও হয়েছিল, যদিও আমি যাই নি এবছর ।

 last year 

এই বছর চড়ক পুজোতে না যাওয়ার কারন কি দিদি?

 last year 

ঘরেই শিব লিঙ্গ প্রতিষ্ঠা করে আনা হয়েছিল গত বছর,সেই জন্য আর যায়নি ভাই এ বছর নীল পুজোতে মন্দিরে ।

 last year 

আচ্ছা দিদি, এইবার বুঝতে পারলাম না যাওয়ার কারণটা।