শুভ দা এর দেওয়া ইফতার পার্টি, বৃষ্টি চাকী দিদির বাসায়! ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। আপনারা তো এই কয়দিন বেশ ভালোই আনন্দ মজা করছেন ভাই। তবে খিচুড়িটা দেখে কিন্তু আসলেই বেশ সুন্দর লাগছে। আর মাংস রান্নাটাও খুব সুন্দর হয়েছে মনে হচ্ছে। যাইহোক, সবাই মিলে এত সুন্দর সময় কাটিয়েছেন, এটাই সবথেকে বড় ব্যাপার। কারণ সুন্দর সময় কাটানোর সুযোগ অনেকেই পায় না। ভালো লাগলো আপনার এই পোস্ট টি পড়ে।