কি আর বলব দিদি, এই ঘটনা আমাদের সাথেও হয়েছিল। আমরাও দীঘা গিয়ে মাংস রান্না করতে দিয়েছিলাম। যখন রান্না করে রুমে এনেছি তখন দেখি অনেকটাই নেই সেখানে। তবে ওখানে যারা রয়েছে তারা কিন্তু সবাই এরকম নয়, কিছু কিছু মানুষ এরকম। যদিও তোমরা মুখের উপর গিয়ে প্রতিবাদ করেছিলে, আমরা সেটা আর করিনি যেহেতু নতুন জায়গা ছিল তার জন্য। গল্পটা পড়ে সত্যিই হাসি পেলো এটা জেনে যে, এই ঘটনা শুধু আমাদের সাথে হয়নি, অনেকের সাথেই হয়। হা হা হা...🤭
তোমাদের সাথেও দেখছি একই ঘটনা হয়েছিল , হি হি হি। মনে হয় প্রায় সকলের সাথেই হয় এসব।