You are viewing a single comment's thread from:

RE: ভাপা পিঠা ও চিতই পিঠার জন্য পাত্র কেনার অনুভুতি ❤️

in আমার বাংলা ব্লগlast year

রসুন মাত্র ২৬০ টাকা করে কেজি দিদি! আমাদের এখানে তো বর্তমানে ৪০০ থেকে ৫০০ টাকা করে কেজি বিক্রি হচ্ছে। তবে পেঁয়াজের দাম কম আমাদের এখানে, পেঁয়াজ ৩০ টাকা করে কেজি। আসলে এই কথাটা সত্যি যে, কেনার আগে যদি কোন জিনিসের দাম বেড়ে যায় তখন একটু কষ্ট লাগে। আমার ক্ষেত্রেও এরকম অনেকবার হয়েছে। যাই হোক, দিদি আপনি ভাপা পিঠা ও চিতই পিঠার জন্য যে পাত্র কিনেছেন সেটা অবশ্যই ভালো হবে। সাধারণত মাটির পাত্র খারাপ হয় না , আমাদের এখানে তো বেশির ভাগ লোহার এজন্য খুব বেশি একটা ভরসা পাওয়া যায় না।

Sort:  
 last year 

বাবারে ৪০০,৫০০টাকা কেজি তো অনেক বেশি। তবে পেঁয়াজের দাম তো অনেক কম।

 last year 

বাবারে ৪০০,৫০০টাকা কেজি তো অনেক বেশি।

রসুনের এই দাম দেখে আমার মা তো রসুন কিনা ছেড়ে দিয়েছে দিদি। আর আমাদেরও বলে দিয়েছে, রসুন ছাড়া তরকারি খাওয়ার অভ্যাস করতে। হিহি😃🤣😁😁

Posted using SteemPro Mobile