এই শীতের মৌসুমে বারবিকিউ করার কাজগুলো বেশি হয়। দুই তিন বছর আগেও এই কাজগুলো আমরা প্রচুর করেছি তবে এখন আর করা হয় না। এটা বেশ ভালো বলেছেন ভাই, টাকা দিয়ে মুরগি না কিনে যদি শিকার করে পাওয়া যেত তাহলে তো বেশ ভালই হতো 🤭🤭 হিহি। আমিও একটু মজা করে নিলাম ভাই আপনার মত। তবে বারবিকিউ করার সময় এই কয়লা জোগাড়ের ব্যাপারটা বেশ সমস্যা করে। বারবিকিউ করার আগে অনেকটা দূরে গিয়ে কয়লা ফ্যাক্টরিতে গিয়ে আমরা কয়লা নিয়ে আসতাম । যদিও আপনি অনেক খুঁজে কামারের দোকানে গিয়ে পেয়েছেন। কামারের দোকান থেকে কিনেছেন বলেই দামটা বেশি দিতে হয়েছে ভাই। তবে কয়লার কোয়ালিটি ভালো ছিলনা, এটা জেনে খারাপ লাগলো। বারবিকিউ করার আসল ঘটনাই জানা হলো না ভাই, পরের পর্বে দেখি কি ঘটে।
গ্রাম হলে মানুষের মুরগী ঝেড়ে দিয়ে বার-বি-কিউ করতাম।
ধন্যবাদ দাদা সুন্দর মন্তব্য করার জন্য।
হেহেহে 🤣🤣। সেটা কোনো সমস্যা না ভাই, আপনি শহরে থেকে খামারের বা দোকানের মুরগি ঝেড়ে দিয়ে বার-বি-কিউ করেও খেতে পারেন। 🍗🐥
মার একটাও মাটিতে পড়বে না দাদা।
হিহি 🤣 মার একটাও মাটিতে না পড়লে নিজের শরীরে ধারণ করে নেবে ভাই। 🤣🤣🤣🤪🤪 খেতে গেলে একটু কষ্ট তো করতেই হবে।