You are viewing a single comment's thread from:
RE: বিজয় মেলায় ঘুরাঘুরি পর্ব -2।
যখন মেলায় ঘুরতে যাই আমিও কেনাকাটা তেমন একটা করি না, ঘুরে ঘুরে দেখতেই ভালো লাগে। আমি যেসব মেলায় গেছি সাধারণত সেই মেলাগুলোতেও সন্ধ্যার পরপরই ভিড় বেশি দেখা যায়। মানুষ সারাদিনের কাজকর্ম শেষ করে অবসর সময়ে মেলায় ঘুরতে আসে এই জন্য এই সময়টাতে বেশি ভিড় হয়ে যায়। দাদা, মেলায় ছোট ছোট বাচ্চাদের হারিয়ে যাওয়া এই ঘটনাগুলো প্রায় ঘটতে দেখা যায়। আমিও অনেকবার দেখেছি বাচ্চারা বাবা-মার সাথে মেলা ঘুরতে এসে হারিয়ে যায়, পরে অনেক মাইকিং করা হয় অনেক ক্ষেত্রে খুঁজে পায় এবং কিছু কিছু ক্ষেত্রে খুঁজে না পেতেও দেখা যায়। এটা সত্যিই অপ্রত্যাশিত ঘটনা।