You are viewing a single comment's thread from:

RE: এবিবি-ফান প্রশ্ন-৪৪ || সর্বাঙ্গে ব্যথা আমার , মলম লাগাই কোথায় ।

in আমার বাংলা ব্লগ2 years ago

সর্বাঙ্গে ব্যথা আমার , মলম লাগাই কোথায়

এক্ষেত্রে আমার পরামর্শ থাকবে মলম মাথায় লাগানোর জন্য কারণ এই প্রবাদটি যে অর্থে ব্যবহৃত হয় তা হচ্ছে জীবনে এত প্রবলেম রয়েছে কোনটা রেখে কোনটার সল্যুশন করবে এক্ষেত্রে প্রথমে মাথার সলিউশন করে নিতে হবে তাহলে অধিকাংশ সমস্যার সমাধান পাওয়া যাবে । তাই আমি বিনীতভাবে অনুরোধ জানাবো এইসব সমস্যাধারী মানুষদের প্রথমে মাথার মলমের খোঁজ করার জন্য ।

Sort:  
 2 years ago 

তাহলে মাথা কেটে ফেললে সব ব্যথার অবসান হবে হা হা হা।

 2 years ago 

হেহেহে 😂😂মরে গিয়ে সমস্যার সমাধান করার দরকার নেই বেঁচে থাকা অবস্থায় সমস্যার সমাধান করতে হবে।

 2 years ago 

তাহলে ব্যথার সাথে একটা চুক্তি করে ফেলেন হি হি হি।

 2 years ago 

বেশ ভালই বলেছেন ভাই । বেশ যুক্তি দেখিয়েছেন কিন্তু ।

 2 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা চারপাশের পরিবেশ পরিস্থিতি নিয়ে এত সুন্দর সুন্দর প্রশ্ন আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।