পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়া শিখতে হয়
নমস্কার সবাইকে,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। |
---|
বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে তোমাদের সাথে একটি জেনারেল রাইটিং আমি শেয়ার করব। আসলে পরিস্থিতির সাথে আমাদের কেমন করে চলা উচিত তাই নিয়ে কিছু কথা আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব ।আমাদের জীবনে কখন কোন কোন পরিস্থিতি হবে, সেটা আমাদের উপর কোন অবস্থায় নির্ভর করে না । পরিস্থিতি সমাজের, পরিবারের পারিপার্শ্বিক অবস্থার উপর নির্ভর করে। কোন সময় আমাদের সামনে ভালো পরিস্থিতি এসে উদায় আবার কোন সময় খারাপ পরিস্থিতি চলে আসে। এই দুই পরিস্থিতিতে আমাদের কি আচরণ হওয়া উচিত, সেটা সম্পূর্ণ আমাদের উপর নির্ভর করে ।
আমরা অধিকাংশ ক্ষেত্রেই ভালো পরিস্থিতিকে খুব ভালোভাবে নিলেও খারাপ পরিস্থিতিকে মেনে নিতে পারি না , অথবা খারাপ পরিস্থিতি সামলে নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলি। তবে পরিস্থিতি যাই হোক তার সাথে নিজেকে মানিয়ে নেওয়ার সক্ষমতা নিজেদের মধ্যে তৈরি করতে হবে, না হলে আমাদের জীবনে দুঃখের শেষ থাকবে না। পরিস্থিতির কারণে যদি আমরা দুঃখী হতে থাকি তাহলে আমরা কোনদিনও সুখের আশা খুঁজে পাবো না। তাই পরিস্থিতি যেমনই হোক না কেন আমাদেরকে হ্যাপি শিখতে হবে। মানুষের জীবনের উদ্দেশ্য হ্যাপি থাকা, এই উদ্দেশ্যকে ভুলে গেলে চলবে না । পরিস্থিতির সাথে নিজেকে ভালো এবং হ্যাপি রাখার জন্য নিজেদের আন্ডারস্ট্যান্ডিং ক্ষমতা বাড়াতে হবে।
◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾
শ্রেণী | জেনারেল রাইটিং |
---|---|
লোকেশন | বারাসাত, নর্থ চব্বিশ পরগনা, ওয়েস্ট বেঙ্গল। |
Upvoted! Thank you for supporting witness @jswit.
পরিস্থিতিকে নিজের সাথে মানিয়ে নিলে তো বেশ ভালোই হয় ভাইয়া। কিন্তু মাঝে মাঝে এমন পরিস্থিতি চলে আসে তখন মানিয়ে নেওয়া খুবই কঠিন হয়ে ওঠে। আপনি খুব সুন্দর ভাবে বুঝিয়ে কথাগুলো লিখেছেন। আপনার লেখাগুলো পড়ে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।