একটি মেয়ের চিত্রাংকন
নমস্কার সবাইকে,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি। |
---|
বন্ধুরা,আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি মেয়ের চিত্র অঙ্কন করে দেখাবো। আগে প্রত্যেক সপ্তাহেই একটি করে আর্ট আমি শেয়ার করতাম। বিগত বেশ কয়েক মাস হয়ে গেছে আমি কোন রকম আর্ট শেয়ার করতে পারিনি বিভিন্ন রকম ব্যস্ততার কারণে। আজকে দুপুর বেলা বেশ অনেকটাই অবসর সময় পেয়েছিলাম। তাই ভাবলাম একটা আর্ট করে ফেলা যাক। তাই আর কোন কিছু না ভেবেই আর্টের জিনিসপত্র নিয়ে আর্ট করতে বসে পড়লাম। খুব বেশি সময় যদিও হাতে ছিল না। তাই যেটুকু সময় পেয়েছি তার মধ্যেই এই ছোট্ট আর্টটি করে তোমাদের সাথে শেয়ার করলাম। আর্টের প্রত্যেকটা ধাপ আমি নিচে স্টেপ বাই স্টেপ শেয়ার করলাম। আশা করি আর্টটি তোমাদের ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে আর্টটি দেখে নেওয়া যাক।
প্রয়োজনীয় উপকরণ:
●বিভিন্ন কালারের স্কেচ পেন
●কালো জেল পেন
●পেন্সিল
●সাদা পেপার
প্রথম ধাপ
প্রথম ধাপে পেন্সিলের সাহায্যে একটি মেয়ের চিত্র অঙ্কন করে নিলাম।
দ্বিতীয় ধাপ
এবার প্রথম ধাপে এঁকে নেওয়া মেয়ের চিত্রটি কালো জেল পেনের সাহায্যে হাইলাইটস করে নিলাম।
তৃতীয় ধাপ
এই ধাপে মেয়েটির প্যান্টে ও টি-শার্টে হলুদ ও লাল কালারের স্কেচ পেনের সাহায্যে কালার করে নিলাম।
চতুর্থ ধাপ
এই ধাপে চিত্রে অংকন করা মেয়েটির চুল ও জুতোতে দুটি ভিন্ন কালারের স্কেচ পেনের সাহায্যে কালার করে নিলাম।
পঞ্চম ধাপ
এবার সর্বশেষ ধাপে চিত্রের নিচে নিজের নাম লিখে চিত্র অংকনে তার সম্পন্ন করলাম।
🎨পোস্ট বিবরণ🎨
শ্রেণী | আর্ট |
---|---|
ডিভাইস | Samsung Galaxy M31s |
চিত্রকর | @ronggin |
লোকেশন | বারাসাত, ওয়েস্ট বেঙ্গল। |
খুবই সুন্দর একটি মেয়ের চিত্র অংকন আমাদের মাঝে শেয়ার করলেন। এই চিত্র অংকনটি দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
অনেক সুন্দর করে একটা মেয়ের আর্ট করেছেন দেখছি। আমার তো মনে হচ্ছে ভবিষ্যৎ ভাবীর আর্ট করে নিলেন। যাই হোক এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর দেখতেও ভালো লাগছিল। কালার কম্বিনেশনটা দেখতে অনেক বেশি ভালো লাগছে। এত সুন্দর করে এটা আমাদের সবার মাঝে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ।
আশা করি ভাই, ভালো আছেন? আপনার একটি মেয়ের চিত্রাংকন দেখে খুব ভালো লাগলো। বেশ দুর্দান্ত নিখুঁত আর্ট করেছেন আপনি। আর্ট করার প্রক্রিয়া আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে ভাই। ভালো থাকবেন ভাই।