একটি মেয়ের চিত্রাংকন

in আমার বাংলা ব্লগ2 days ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা,আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি মেয়ের চিত্র অঙ্কন করে দেখাবো। আগে প্রত্যেক সপ্তাহেই একটি করে আর্ট আমি শেয়ার করতাম। বিগত বেশ কয়েক মাস হয়ে গেছে আমি কোন রকম আর্ট শেয়ার করতে পারিনি বিভিন্ন রকম ব্যস্ততার কারণে। আজকে দুপুর বেলা বেশ অনেকটাই অবসর সময় পেয়েছিলাম। তাই ভাবলাম একটা আর্ট করে ফেলা যাক। তাই আর কোন কিছু না ভেবেই আর্টের জিনিসপত্র নিয়ে আর্ট করতে বসে পড়লাম। খুব বেশি সময় যদিও হাতে ছিল না। তাই যেটুকু সময় পেয়েছি তার মধ্যেই এই ছোট্ট আর্টটি করে তোমাদের সাথে শেয়ার করলাম। আর্টের প্রত্যেকটা ধাপ আমি নিচে স্টেপ বাই স্টেপ শেয়ার করলাম। আশা করি আর্টটি তোমাদের ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে আর্টটি দেখে নেওয়া যাক।

20241024_195832.jpg



প্রয়োজনীয় উপকরণ:

●বিভিন্ন কালারের স্কেচ পেন
●কালো জেল পেন
●পেন্সিল
●সাদা পেপার

20241024_200246.jpg

প্রথম ধাপ

প্রথম ধাপে পেন্সিলের সাহায্যে একটি মেয়ের চিত্র অঙ্কন করে নিলাম।

20241024_193448.jpg

দ্বিতীয় ধাপ

এবার প্রথম ধাপে এঁকে নেওয়া মেয়ের চিত্রটি কালো জেল পেনের সাহায্যে হাইলাইটস করে নিলাম।

20241024_194403.jpg

তৃতীয় ধাপ

এই ধাপে মেয়েটির প্যান্টে ও টি-শার্টে হলুদ ও লাল কালারের স্কেচ পেনের সাহায্যে কালার করে নিলাম।

20241024_194940.jpg

20241024_195242.jpg

চতুর্থ ধাপ

এই ধাপে চিত্রে অংকন করা মেয়েটির চুল ও জুতোতে দুটি ভিন্ন কালারের স্কেচ পেনের সাহায্যে কালার করে নিলাম।

20241024_195412.jpg

20241024_195708.jpg

পঞ্চম ধাপ

এবার সর্বশেষ ধাপে চিত্রের নিচে নিজের নাম লিখে চিত্র অংকনে তার সম্পন্ন করলাম।

20241024_195832.jpg


🎨পোস্ট বিবরণ🎨

শ্রেণীআর্ট
ডিভাইসSamsung Galaxy M31s
চিত্রকর@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই রঙিন ম্যান্ডেলা আর্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

First_Memecoin_From_Steemit_Platform.png

Sort:  
 2 days ago 

খুবই সুন্দর একটি মেয়ের চিত্র অংকন আমাদের মাঝে শেয়ার করলেন। এই চিত্র অংকনটি দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 21 hours ago 

অনেক সুন্দর করে একটা মেয়ের আর্ট করেছেন দেখছি। আমার তো মনে হচ্ছে ভবিষ্যৎ ভাবীর আর্ট করে নিলেন। যাই হোক এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর দেখতেও ভালো লাগছিল। কালার কম্বিনেশনটা দেখতে অনেক বেশি ভালো লাগছে। এত সুন্দর করে এটা আমাদের সবার মাঝে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ।

 8 hours ago 

আশা করি ভাই, ভালো আছেন? আপনার একটি মেয়ের চিত্রাংকন দেখে খুব ভালো লাগলো। বেশ দুর্দান্ত নিখুঁত আর্ট করেছেন আপনি। আর্ট করার প্রক্রিয়া আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে ভাই। ভালো থাকবেন ভাই।