অরিগ্যামি || রঙিন কাগজ দিয়ে পাঁচটি ভিন্ন কালারের সজারু তৈরি ।

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভালো আছো । আমিও ভালো আছি।

আমাদের এই কমিউনিটিতে যোগদানের পর থেকেই নিজের সৃজনশীলতাকে আমি বিভিন্নভাবে প্রকাশ করার চেষ্টা করে আসছি আমার বিভিন্ন প্রকার কাজের মাধ্যমে। আমাদের এই প্লাটফর্ম, নিজের সৃজনশীলতা প্রকাশ করার জন্য সবথেকে ভালো একটি মাধ্যম বলে আমি মনে করি। যাইহোক, আজকের এই ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে তোমাদের সাথে আমি একটি অরিগ্যামি পোস্ট শেয়ার করবো। প্রতি সপ্তাহে আমি চেষ্টা করি, একটু ভিন্ন রকমের অরিগ্যামি পোস্ট তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজকের এই অরিগ্যামি পোস্টটিতে আমি পাঁচটি ভিন্ন কালারের সজারু তৈরি করে দেখিয়েছি। আসলে একটা সজারু তৈরি করতে খুব বেশি সময়ের দরকার পড়ে না। তবে আমি যেহেতু পাঁচটি সজারু তৈরি করেছিলাম, এই জন্য এই কাজটি করতে আমার একটু বেশি সময় লেগে গেছিল। এগুলো তৈরি করার পর দেখতে আমার নিজের কাছেও খুব কিউট লেগেছিল। এইগুলো তৈরি করার পরে, আমি আমাদের পাশের বাড়ির একটি বাচ্চাকে এইগুলো দিয়েছিলাম। সে খুব খুশি হয়েছিল সজারু গুলো পেয়ে। যাইহোক, এইগুলো তৈরির পদ্ধতি আমি ধাপে ধাপে নিচে শেয়ার করলাম। আশা করি, এইগুলো তোমাদের ভালো লাগবে। তোমাদের ভালো লাগলেই আমার এই কাজের সার্থকতা পাবে।

InShot_20240529_021454229.jpg

InShot_20240529_021536959.jpg



প্রয়োজনীয় উপকরণ:

●বিভিন্ন কালারের পেপার
●কালো স্কেচ পেন
●আঠা
●কাঁচি
●স্কেল
●পেন্সিল

20240528_100737.jpg

প্রথম ধাপ

প্রথম ধাপে, একটি কালার পেপার নিয়ে তা মাঝ বরাবর ভাঁজ করে কাঁচির সাহায্যে কেটে নিলাম।

20240528_095416.jpg20240528_095445.jpg
20240528_095455.jpg20240528_095528.jpg

দ্বিতীয় ধাপ

এবার কেটে নেওয়া কাগজটি জিগজ্যাক করে ভাঁজ করে তার দুই প্রান্তে কাঁচির সাহায্যে কেটে নিলাম।

20240528_095917.jpg20240528_095955.jpg20240528_100111.jpg

তৃতীয় ধাপ

এই ধাপে কাগজটিকে মাঝ বরাবর ভাঁজ করে তা আঠার সাহায্যে জোড়া লাগিয়ে নিলাম।

20240528_100401.jpg

চতুর্থ ধাপ

এবার আরেকটি কালার পেপার কাঁচির সাহায্যে কেটে নিয়ে পেন্সিলের সাহায্যে সজারুর মাথার চিত্র অঙ্কন করে নিলাম।

20240528_100436.jpg20240528_100507.jpg20240528_100933.jpg

পঞ্চম ধাপ

এই ধাপে কালো স্কেচ পেনের সাহায্যে সজারুর মাথা হাইলাইটস করে নিলাম এবং কাঁচির সাহায্যে তা কেটে নিলাম।

20240528_101135.jpg20240528_101141.jpg20240528_102009.jpg

ষষ্ঠ ধাপ

এবার আগের ধাপে জিগজ্যাক করে তৈরি করে রাখা কাগজটি সজারুর মাথার সাথে আঠার সাহায্যে জোড়া লাগিয়ে নিলাম।

20240528_110345.jpg20240528_112559.jpg

সপ্তম ধাপ

এই ধাপে উপরের ধাপগুলো অনুসরণ করে আরও চারটি ভিন্ন কালারের সজারু তৈরি করে নিলাম যা তোমরা চিত্রে দেখতে পাচ্ছো।

20240528_104043.jpg20240528_105052.jpg20240528_105747.jpg
20240528_105838.jpg20240528_110324.jpg
20240528_104013.jpg20240528_110712.jpg
20240528_112551.jpg20240528_112532.jpg
20240528_112514.jpg20240528_112340.jpg

অষ্টম ধাপ

সজারু গুলোকে এক জায়গায় রেখে এই ফটোগ্রাফি করে নিলাম।

InShot_20240529_021454229.jpg

InShot_20240529_021536959.jpg

20240528_112559.jpg20240528_112551.jpg20240528_112532.jpg20240528_112514.jpg20240528_112340.jpg


পোস্ট বিবরণ

শ্রেণীঅরিগ্যামি
ডিভাইসSamsung Galaxy M31s
অরিগ্যামি মেকার ও ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা পাঁচটি ভিন্ন কালারের সজারু এর অরিগ্যামি গুলো তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Sort:  
 last year 

রঙ্গিন কাগজ দিয়ে আপনার তৈরি পাঁচটি ভিন্ন রকমের সরাজু দেখতে অসাধারণ সুন্দর লাগছে। রঙ্গিন কাগজ দিয়ে সরাজু অরিগামি তৈরি করার ক্ষেত্রে রঙ্গিন কাগজ ভাজ করে নেয়ার প্রক্রিয়াটি আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। চমৎকার একটি অরিগামির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপনার এই প্রশংসামূলক মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। ভালো লাগলো আপনার এই মন্তব্যটি পড়ে।

 last year 

সজারু তৈরি করতে একটু বেশি সময় লেগেছে লাগবেই না বা কেন এতো সুন্দর সজারু তৈরি করতে তো সময় লাগবেই।আপনি রঙ্গিন কাগজ দিয়ে চমৎকার সুন্দর সজারু বানিয়েছেন এবং আমাদের সাথে বানানো পদ্ধতি চমৎকার সুন্দর করে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর সজারু তৈরি পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 last year 

আপনার এই সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে।

 last year 

আপনি আজকে অনেক সুন্দর ভাবে পাঁচটি ভিন্ন কালারের সজারু তৈরি করেছেন। সজারু‌ গুলো দেখতে সত্যি ভীষণ অসাধারন লাগছে। তাছাড়া এধরনের কাজ গুলো করতে বেশ সময় ও ধৈর্য নিয়ে করতে হয়। দেখে বোঝা যাচ্ছে আপনি ধৈর্য নিয়ে খুবই সুন্দর ভাবে সজারু গুলো তৈরি করেছেন। ধন্যবাদ তৈরির প্রতিটি ধাপ সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করে দেখানোর জন্য।

 last year 

চেষ্টা করেছি ভাই, খুব সুন্দর করে সজারু গুলো তৈরি করার জন্য। যাইহোক, আপনার এই প্রশংসামূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

 last year 

রঙিন কাগজ দিয়ে পাঁচটি ভিন্ন কালারের সজারু তৈরি করেছেন। কালার গুলো খুবই সুন্দর হয়েছে। এত সুন্দর ভাবে আপনি এই ডাই পোস্ট তৈরি করেছেন। দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। ধাপে ধাপে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

আমার শেয়ার করা এই সজারু গুলোর কালার যে আপনার কাছে খুব সুন্দর লেগেছে, সেটা জেনে অনেক ভালো লাগলো ভাই। সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

রঙিন কাগজ দিয়ে পাঁচটি ভিন্ন কালারের সজারু তৈরি অসাধারণ হয়েছে। ডাইপোস্ট দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। সুন্দর ভাবে রঙিন কাগজ কালার সিলেক্ট করেছেন। যার কারণে দেখতে সুন্দর লাগছে।

 last year 

আমার শেয়ার করা এই পাঁচটি ভিন্ন কালারের সজারু গুলো যে আপনার কাছে অসাধারণ লেগেছে, সেটা জেনে অনেক ভালো লাগলো ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ , আপনার এই সুন্দর মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

সজারু তৈরি গুলো দেখতে আসলে অনেক সুন্দর লাগছে। রঙিন কাগজ দিয়ে এ ধরনের জিনিস দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। সজারু তরী ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন যা বুঝতে সুবিধা হয়েছে।

 last year 

আমি চেষ্টা করেছি ভাই, সজারু গুলো তৈরির ধাপগুলো খুব সুন্দরভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য । এগুলো যে আপনার কাছে অনেক সুন্দর লেগেছে, সেটা জেনে অনেক খুশি হলাম আমি।

 last year 

রঙিন কাগজ দিয়ে বেশ দারুন অরিগামি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার চমৎকার এ রঙিন কাগজের অরিগামী দেখে মুগ্ধ হলাম আমি। বেশ ভালো লেগেছে এত সুন্দর ভাবে সজারু তৈরি করেছেন দেখে।

 last year 

আমার শেয়ার করা এই সজারু এর অরিগ্যামি গুলো দেখে আপনি যে মুগ্ধ হয়ে গেছেন, এটা জেনে খুব খুশি হলাম ভাই । আপনার এই সুন্দর মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

সব সময় আপনার ক্রেয়েটিভ পোস্ট গুলো করে আমি মুগ্ধ হই। এমন হলাম আজ। বেশ সুন্দর করে রঙিন কাগজ দিয়ে সাজারু বনিয়েছেন। প্রতিটি রঙিন কাগজের তৈরি সাজারু বেশ সুন্দর করে উপস্থাপনাও করেছেন। ধন্যবাদ সুন্দর এই পোস্টটি করার জন্য।

 last year 

আপু, আপনি যে সব সময় আমার ক্রিয়েটিভ পোস্ট গুলো দেখে মুগ্ধ হয়ে যান, এটা আমার জন্য সত্যিই আনন্দের বিষয়। আপনার এই মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 last year 

আসলেই ভাই এত সহজেই সজারু তৈরি করা যায় এটা আমার কাছে বেশ আশ্চর্য লেগেছে। টাইটেল এ যখন সজারু তৈরি কথা লিখা ছিল আমি ভেবেছিলাম এত কঠিন জিনিস কিভাবে করলো। পরে দেখলাম বেশ সহজ ভাবে আপনি তৈরি করেছেন। তবে খুব সুন্দর হয়েছে। এত সুন্দর করে সজারু তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

হ্যাঁ ভাই, দেখতে কঠিন লাগলেও এটি তৈরি করা বেশ সহজ। যাইহোক, আপনার এই মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে।