একতরফা ভালোবাসা (তৃতীয় পর্ব)
নমস্কার সবাইকে,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি। |
---|
রাজের জীবন থেকে নন্দিনীকে সরানোর জন্য নন্দিনীর মনে সব সময় এসব নানা ভাবনা চলতে থাকে। রাজ যদিও সেই মেয়েটির সম্পূর্ণ পরিচয় নন্দিনীকে খুলে বলত না কখনোই। শুধু এতটুকুই বলতো যে রাজের জীবনেও একজন ভালোবাসার মানুষ আছে।আর সে তার কাছে ফিরে এসেছে। রাজ সেই মেয়েটির সাথে কোথায় ঘুরতো ফিরতো তা এসে সে নন্দিনীর সাথে গল্প করতো। নন্দিনী রাজের মুখে এসব গল্প শুনে ভীষণ কষ্ট পেত। আবার সে রাজের এসব কথা বিশ্বাসও করতে পারত না।ভাবতো রাজের জন্য নন্দিনীর ভালোবাসার পাগলামি দেখে রাজ নন্দিনীকে এসব মিথ্যে গল্প বলছে। যেন নন্দিনী রাজের জীবন থেকে সরে যায়। কিন্তু নন্দিনী কোন কিছুর মূল্যেই রাজকে ছাড়েনি কখনোই।
যাইহোক,এসব করতে করতে প্রায় বেশ কয়েকটা বছর কেটে যায়। আর রাজের জীবনে যে সত্যি সেই মেয়েটি আছে সেটি নন্দিনী রাজের নানা আচরণে কথাবার্তায় মেনে নেয়। কিন্তু নন্দিনী রাজকে এতটাই ভালোবাসতো যে এত কিছুর পরেও সে রাজকে ছেড়ে যেতে পারেনি। সেই একই ভাবে ভালোবেসে যায় ও রাজের জন্য পাগলামি করে যায়। আর এসব চলতে চলতে আরও পাঁচটা বছর কেটে যায়। কিন্তু এত বছর পরেও তাদের যার যার সাথে সম্পর্ক গুলো একই রকম চলতে থাকে। কিন্তু তাদের ক্যারিয়ার জীবন অনেকটাই এগিয়ে যায়। রাজ এত বছর পর হঠাৎ করে নন্দিনীকে জানায় যে রাজের জীবনের সেই ভালোবাসার মানুষকে রাজ আগামী দুই বছরের মধ্যে বিয়ে করতে চলেছে। নন্দিনী এই কথা শোনার পর মনে মনে অনেক ভেঙ্গে পড়ে এবং কষ্ট পায়। কিন্তু নন্দিনীর কিছুই করার থাকে না। নন্দিনী তার ভাগ্যকে মেনে নিয়ে চলতে থাকে। নন্দিনী কখনোই রাজকে জোর করে পেতে চায়নি। কারণ ভালোবাসা কখনোই জোর করে হয় না।
চলবে...
◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾
শ্রেণী | ক্রিয়েটিভ রাইটিং |
---|---|
লোকেশন | বারাসাত, নর্থ ২৪ পরগনা, ওয়েস্ট বেঙ্গল। |
Upvoted! Thank you for supporting witness @jswit.
নতুন ঘোষণা অনুযায়ী Daily Task Complete করতে হবে, না হলে পোষ্ট কিউরেশনে যাবে না। ডিসকর্ড এর Daily Task চ্যানেল চেক করার অনুরোধ করা হলো। ধন্যবাদ
ভালোবাসার জায়গা ঠিক কিন্তু ক্যারিয়ার নিয়ে সবাই এগিয়ে গিয়েছে। আসলে জীবনে এমন অনেক ঘটনা ঘটে আমাদের জীবনকে ভিন্নভাবে উপস্থাপন করায়। যাই হোক নন্দিনী নিজের ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য তীব্র চেষ্টা করে গিয়েছে। তবুও রাজ নিজের ভালোবাসার মানুষকে বিয়ে করবে বলে জানিয়ে দেয়। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম ভাইয়া।