বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে গঙ্গার ঘাটে যাওয়া নিয়ে কিছু কথা তোমাদের সাথে আসলে শেয়ার করব। ঘোরাঘুরি করতে আমরা সবাই অনেক বেশি ভালোবাসি। একটু সময় পেলে আমরা সবাই বেরিয়ে পড়ি আমাদের প্রিয় জায়গা গুলোতে ঘোরাঘুরি করার উদ্দেশ্যে। আমার কাছে সবুজ প্রকৃতি ভালো লাগে তবে তার পাশাপাশি ভালো লাগে নদীর সৌন্দর্য । আসলে নদীর পাড়ে গেলে একটা আলাদা ভালো লাগা কাজ করে। নদীর পাড়ে দাঁড়িয়ে দূরের নদীটাকে দেখতে আরো বেশি সুন্দর লাগে। অনেকটা দূরের নদী বেশ স্থির দেখায়। রাশি রাশি জলের ধারা একটা অন্য জগতে নিয়ে যায় আমাদের এই নদীর সৌন্দর্য উপভোগ করার সময়। বেশ কিছুদিন আগে নৈহাটি নামক একটি গঙ্গার ঘাটে গেছিলাম। সেখানে গিয়ে আসলে নদীর এই রূপ সৌন্দর্য উপভোগ করার সুযোগ হয়েছিল। এই ঘাটে আমি প্রথম গেছিলাম। অধিকাংশ সময় গঙ্গার সৌন্দর্য উপভোগ করতে আমি কলকাতার দিকে যায়। তবে সেই বার একটু অন্যদিকে গেছিলাম। যাইহোক, সেদিন গঙ্গার ঘাটে গিয়ে গঙ্গার সৌন্দর্য উপভোগ করেছিলাম । সেই সাথে দুই একটি ফটোগ্রাফি করেছিলাম যা আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম। নদীর সৌন্দর্য হয়তো ফটোগ্রাফিতে খুব বেশি ভালো বোঝা যায় না তবে কাছ থেকে যারা নদীর সৌন্দর্য উপভোগ করেছে তারা এই ব্যাপারটা অনেক ভালোভাবে বুঝতে পারবে।




🎨পোস্ট বিবরণ🎨
শ্রেণী | ফটোগ্রাফি |
ডিভাইস | Samsung Galaxy M31s |
ফটোগ্রাফার | @ronggin |
লোকেশন | নৈহাটি, ওয়েস্ট বেঙ্গল। |
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।
ধন্যবাদ সবাইকে

আমার পরিচয়
আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷


Upvoted! Thank you for supporting witness @jswit.
আমাদের বাড়ির কাছেই গঙ্গা নদী আছে। গঙ্গা নদীর পাড়ে গিয়ে বসতে আমারও অনেক বেশি ভালো লাগে। নদীর পাড়ে গিয়ে কিছুক্ষণ বসে থাকলেই মনটা অনেক শান্ত হয়ে যায়। নদীর পাড়ে বসে থেকে যে শান্তি আর নদীর সৌন্দর্য এটা ছবির মাধ্যমে প্রকাশ করা অসম্ভব ব্যাপার। এই শান্তি এবং সুন্দর্য উপভোগ করা সম্ভব একমাত্র সেখানে উপস্থিত থেকেই। অনেক ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।
দাদা আপনার ফটোগ্রাফির দৃশ্য গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। গঙ্গার এরকম সুন্দর শান্ত রূপ দেখতে ভীষণ ভালো লাগে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
নদীর পাড়ের সৌন্দর্য দেখে চোখ জুড়িয়ে গেল। বিশেষ করে আকাশের সৌন্দর্য দেখে অনেক বেশি ভালো লাগলো। দারুণভাবে ফটোগ্রাফি গুলো করেছেন ভাইয়া। অনেক ভালো লাগলো।