একাকিত্বতা
নমস্কার সবাইকে,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। |
---|
বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে মূলত একাকীত্বতা নিয়ে কিছু কথা শেয়ার করব।এই পৃথিবীতে আমরা সবাই একা। আমাদের নিজেকে ভালোভাবে জানার জন্য এবং আত্মপর্যালোচনা করার জন্য একাকিত্বের প্রয়োজন। আমরা মানুষেরা কখনো একা থাকতে পারিনা। কিন্তু যখন মানুষের মনে অনেক কষ্ট জমে তখন মানুষ নিজেদের অজান্তেই অনেক একা হয়ে যায়। বিশেষ করে যখন আমাদের খুব প্রিয় মানুষ দূরে চলে যায় তখন মূলত মানুষ অনেক বেশি একাকীত্বতা অনুভব করে। মানুষ সব থেকে বেশি একাকী অনুভব করে যখন তার জীবন থেকে তার কোন প্রিয় মানুষ চলে যায়। আমরা মানুষেরা মূলত তখনই একাকীত্ব অনুভব করি যখন কথা বলার অনেক লোক থাকা সত্ত্বেও মনের কথা শোনার বা বোঝার মত কোন লোক থাকে না।
এই পৃথিবীতে সবথেকে কঠিন অনুভূতি হলো কাউকে ভালোবেসে নিজে একাকিত্বে জড়িয়ে পড়া। কিন্তু আমার মনে হয় একাকী জীবন অনেক ভালো। কারণ একাকী জীবন হলে সেখানে আঘাত করার কেউ থাকেনা। আর কষ্ট পাওয়ার কিছু থাকে না। একাকিত্ব জীবন মানুষকে নতুন করে বাঁচার ও নিজেকে আবিষ্কার করার সুযোগ সৃষ্টি করে দেয়। আর একটা মানুষের তার জীবনে একা একা পার করা প্রত্যেকটা মুহূর্তে সে মানুষটি আরও সাহসী ও শক্তিশালী হয়ে ওঠে। জীবনে একাকীত্বতা ও নিঃসঙ্গতা দূর করার জন্য শ্রেষ্ঠ সঙ্গী হতে পারে একটি ভালো বই। যারা বই পড়তে ভালোবাসি বিভিন্ন ধরনের ভালো ভালো বই পড়ার মাধ্যমে এই একাকীত্বতা নিঃসঙ্গতা দূর করা যায়। একাকিত্বের যেমন খারাপ দিক রয়েছে তেমন ভালো দিকও রয়েছে। একা থাকার কিছু ভালো দিক হলো কাউকে কোন কিছুর জন্য কোন কৈফিয়ত দিতে হয় না। নিজের জীবনে যা ঠিক মনে হবে যেটা সঠিক নিজের মনে হবে সেই ভাবে নিজের জীবন চালিত করা যায়। একাকিত্বের খারাপ দিকগুলো হলো যেমন আমরা মানুষেরা সবসময় যে নিজের জীবনে সব সিদ্ধান্ত সব সময় ভালো বা সঠিক নিতে পারব এমনটা নয়। নিজের অজান্তেই বা না বুঝে অনেক সময় জীবনে আমরা ভুল সিদ্ধান্তও নিয়ে থাকি। আর যেটা আমাদের নিজেদের জীবনের জন্য ভালো নয়।
যদি জীবনে একজন সঠিক মানুষ থাকে যে সব সময় ভালো উপদেশ দেবে বা আমাদের ভাল চাইবে। এরকম মানুষ জীবনে থাকলে আমার মনে হয় জীবনে একাকী থাকা উচিত নয়। আমাদের জীবনে ভালো থাকা সবথেকে জরুরী সেটা জীবনে কোন সঙ্গী থেকেই হোক আর সঙ্গহীনতাই হোক। ভালো থাকাটাই সবথেকে জরুরী। ভালো থাকার জন্য যেটা জরুরী সেটাই করা উচিত আমাদের।
◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾
শ্রেণী | জেনারেল রাইটিং |
---|---|
লোকেশন | বারাসাত, নর্থ চব্বিশ পরগনা, ওয়েস্ট বেঙ্গল। |
Upvoted! Thank you for supporting witness @jswit.
এটা সত্যি বলেছেন জীবনে ভালো থাকার জন্য আমাদের যেটা করা উচিত সেটাই করতে হবে। এটা সত্যি বলেছেন ভাই যখন মানুষের মনে অনেক কষ্ট দেবে তখন মানুষ একা হয়ে যায়। একাকীত্ব যে খারাপ তা নয় একাকীত্ব হচ্ছে নিজেকে চেনার উপায়। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ দাদা।
প্রতিটি মানুষের জীবনে সঙ্গী থাকা প্রয়োজন। কারণ একাকী কখনোই ভালো থাকা যায় না। হয়তোবা সাময়িকভাবে একা একা ভালো থাকা যায়। কিন্তু দীর্ঘদিন একা থাকা কখনোই সম্ভব নয়। তবে মাঝেমধ্যে একাকী সময় কাটালে নিজের সাথে বোঝাপড়া করা যায়। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
কথাটা একেবারে ঠিকই বলেছেন ভাই । কাউকে ভালোবেসে একাকিত্বে জড়িয়ে পড়া সত্যি বেশ কঠিন। কিন্তু এই একাকিত্ব টা আমাদের অনেক শিখিয়ে যায়। আমাদের শিখিয়ে দেয় কখনও ভালোবাসতে নেই। সুন্দর লিখেছেন।।