একতরফা ভালোবাসা (দ্বিতীয় পর্ব)
নমস্কার সবাইকে,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি। |
---|
রাজ নন্দিনীর প্রস্তাব অস্বীকার করায় ভীষণ কষ্ট পায় নন্দিনী। কিন্তু তারপরেও নন্দিনী রাজকে হারাতে চায়নি। নন্দিনী তখন রাজকে প্রস্তাব দেয় যে সে রাজের খুব ভালো বন্ধু হয়ে থাকতে চায়। আর রাজ ভালো বন্ধু হয়ে থাকতে রাজিও হয়। আর এভাবেই রাজ ও নন্দিনীর মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়। কিন্তু রাজ নন্দিনীকে তার খুব ভালো বন্ধু ভাবলেও নন্দিনী রাজকে একইভাবে ভালোবাসতো মনে মনে। একজন ভালবাসার মানুষের আরেকজন ভালোবাসার মানুষের প্রতি যে অনুভূতি,মান,অভিমান, ভালোবাসা কাজ করে। নন্দিনীর মধ্যেও সেই একই ব্যাপারগুলো ছিল।
নন্দিনী রাজের জন্য সব সময় অনেক পাগলামি করত রাজের সাথে এক মুহূর্ত কথা বলতে না পারলে বা যোগাযোগ না হলে। রাজ এটা বুঝতে পারতো যে নন্দিনী রাজকে বন্ধু হিসেবে চাইলেও সে মনে মনে রাজকে একইভাবে ভালবাসে। যেটা রাজ নন্দিনীর তার জন্য করা নানা পাগলামি থেকেই বুঝতে পারতো। কিন্তু রাজ সেসব বুঝতে পারলেও নন্দিনীকে এসব ব্যাপারে পাত্তা দিত না কখনো। কারণ সে নন্দিনীকে বন্ধুর বেশি আর কিছুই ভাবতে পারতো না। কারণ রাজও একটি মেয়েকে অনেক ভালোবাসতো। সেই মেয়েটির সাথে রাজ ভালবাসার সম্পর্কে ছিল এবং তাদের দুজনের ব্যক্তিগত ঝামেলার জন্য তারা আলাদা হয়ে গেছিলো। কিন্তু হঠাৎ করে রাজের জীবনে আবার সেই মেয়েটি ফিরে আসে এবং তাদের মধ্যে আবার সবকিছু ঠিক হয়ে যায়। নন্দিনীকে রাজ সেই মেয়েটির ব্যাপারে সবকিছু খুলে বলে বন্ধু হিসেবে। নন্দিনী অনেক কষ্ট পায় এবং মনে মনে সে ভেঙে পড়ে। তবে নন্দিনী এটাও ভাবে যে রাজ নন্দিনীকে তার জীবন থেকে সরানোর জন্য এসব মিথ্যে বলছে। কারণ নন্দিনী রাজের সাথে বন্ধুর মত থাকতে চাইলেও নন্দিনীর নানা আচরণে রাজ তার প্রতি নন্দিনীর পাগলামি ও ভালোবাসা দেখতে পেত। আর তাই হয়তো রাজ নন্দিনীকে এসব মিথ্যে কথা বলছে।
চলবে...
◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾
শ্রেণী | ক্রিয়েটিভ রাইটিং |
---|---|
লোকেশন | বারাসাত, নর্থ ২৪ পরগনা, ওয়েস্ট বেঙ্গল। |
Upvoted! Thank you for supporting witness @jswit.
একতরফা ভালোবাসা গুলো অনেক বেশি কষ্টদায়ক। যেখানে দুজন বন্ধুত্বের মতো সম্পর্কে আছে কিন্তু নন্দিনী রাজকে আগের মতই ভালোবাসে। আর রাজ তো আগের সম্পর্ক ফিরে পেয়ে নন্দিনীকে সেসব কথা জানিয়ে দেয়। তবুও নন্দিনী সেগুলো বিশ্বাস করে না। যাই হোক আজকের পর্বটা পড়ে খুব ভালো লাগলো।
এই গল্পের আগের পর্ব পড়েছিলাম। নন্দিনী আসলেই রাজকে খুব ভালোবাসে। তাইতো রাজ তাকে ফিরিয়ে দেওয়ার পরেও,রাজের বন্ধু হয়েই সে থাকতে চেয়েছে। তবে সেই মেয়ের সাথে যেহেতু রাজের সম্পর্ক ঠিক হয়ে গিয়েছে, এতে করে নন্দিনী ভীষণ কষ্ট পাবে। দেখা যাক পরবর্তী পর্বে কি হয়।