বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি ফটোগ্রাফি মুলক পোস্ট শেয়ার করবো। আমার আজকের শেয়ার করা ফটোগ্রাফিটি হলো টাইম ফুলের ফটোগ্রাফি। আমি এর আগেও তোমাদের সাথে টাইম ফুলের একটি ফটোগ্রাফি শেয়ার করেছিলাম। সেটি ছিল গাঢ় গোলাপি রঙের ফুল। আজকের শেয়ার করা এই ফুলটি মিশ্রিত কালারের একটি ফুল। এই ফুলটি সাদা ও গোলাপি দুটি কালারের মিশ্রণে মিশ্রিত একটি ফুল। ফুলটির ভেতরের দিকে গোলাপী এবং উপরের দিকে সাদা রংয়ের। দুটি ভিন্ন কালারের হওয়ার কারণে ফুলটি দেখতে বেশ ভালই লাগছে। আমার ছাদ বাগানে বেশ কয়েক প্রকারের টাইম ফুলের গাছ রয়েছে। এরমধ্যে গাঢ় গোলাপি ফুলটির ফটোগ্রাফি শেয়ার করেছি। আজকের শেয়ার করা ফুলটি গোলাপি ও সাদা দুটি মিশ্রিত রঙের ফুল এবং আরও রয়েছে সাদা, ও কমলা রঙের টাইম ফুল। সাদা ও কমলা গাছের এখনো ফুল আসেনি। গাছগুলোতে সবে মাত্র কুঁড়ি এসেছে। এই গাছগুলোর ফুল হলেও তা তোমাদের সাথে কোন একটি ব্লগে শেয়ার করবো। বিশেষ করে কমলা রঙের ফুলগুলো দেখতে বেশি ভালো লাগে আর এই মিশ্রিত রঙের ফুলটি। এই গাছগুলোর জন্য বিশেষ কোনো যত্নের প্রয়োজন পড়ে না। কোন যত্ন ছাড়াই এই কাজগুলো বেড়ে ওঠে এবং অসংখ্য ফুল ফোটে। এই ফুল গাছগুলো বেলকনিতে ছাদে টবে লাগালে দেখতে বেশ ভালো লাগে যখন গাছগুলোতে অসংখ্য ফুল ধরে। আমার গাছগুলোতে এখনো খুব বেশি ফুল আসেনি। তবে অনেক কুঁড়ি এসেছে। আর যখন এই ফুলগুলো একসাথে ফুটবে তখন আরও বেশি সুন্দর লাগে। আর এই ফুলগুলো গাছে বেশিক্ষণ থাকে না। সকালের মধ্যে ফুটলে সন্ধের মধ্যেই ফুলগুলো ঝরে পড়ে যায়।যাইহোক, আমার আজকের শেয়ার করা এই ফুলের ফটোগ্রাফি আমি আজকে সকালবেলা করেছিলাম। সকালে ছাদে গিয়ে দেখি এই দুটি মিশ্রিত রঙের ফুল ফুটেছে গেছে। তখন আমি এর কিছু ফটোগ্রাফি করে নেই।যা আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম। আমার শেয়ার করা টাইম ফুলের ফটোগ্রাফি দেখে নেওয়া যাক।





🎨পোস্ট বিবরণ🎨
শ্রেণী | ফটোগ্রাফি |
ডিভাইস | Samsung Galaxy M31s |
ফটোগ্রাফার | @ronggin |
লোকেশন | বারাসাত, ওয়েস্ট বেঙ্গল। |
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।
ধন্যবাদ সবাইকে

আমার পরিচয়
আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷


By watching your clicks I remind once I have same color thyme flower plant in my home but I lose it when I shift home. Thanks for making me reminding soft memories again.
Upvoted! Thank you for supporting witness @jswit.
এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখে আমার কাছে তো অসম্ভব ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর করে প্রতিটা ফটোগ্রাফি করেছেন। এরকম ফটোগ্রাফি গুলোর প্রশংসা যতই করবো ততই খুব কম হবে। এরকম ফটোগ্রাফি গুলোর প্রশংসা তো করতেই হয়। আপনি অনেক ধৈর্য ধরে সবগুলো ফটোগ্রাফি করেছেন দেখেই বুঝতে পারছি। ধন্যবাদ ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
খুবই ভালো লাগলো আপনার চমৎকার ফটোগ্রাফি গুলো দেখে। এরকম ফটোগ্রাফি গুলো আমি সবসময় খুব পছন্দ। আপনি অনেক সুন্দর ভাবে সবগুলো ফটোগ্রাফি করেছেন। যেগুলো দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। এরকম সুন্দর ফটোগ্রাফি গুলো দেখলে চোখ ফেরাতে ইচ্ছে করেনা। চোখ জুড়িয়ে যাওয়ার মতো ফটোগ্রাফি করেছেন আপনি।
আপনি দেখছি টাইম ফুলের চমৎকার ফটোগ্রাফি করেছেন। আমাদের বাড়িতে আমি কিন্তু অনেক ধরনের ফুল গাছ লাগিয়েছি। সেই খানের টাইম ফুল ও গাছ আছে। তবে টাইম ফুল গুলো সকাল বেলা দেখতে অনেক ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া টাইম ফুলের সুন্দর ফটোগ্রাফি করার জন্য।
এই টাইম ফুলগুলো অনেক সুন্দর হয়ে থাকে৷ আমি সব সময় এরকম সুন্দর টাইম ফুল গুলো দেখে থাকি৷ আজকে যেভাবে আপনি এত সুন্দর কিছু টাইম ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ এখানে যেভাবে চমৎকার একটি ফুলের ফটোগ্রাফিকে ফুটিয়ে তুলেছেন তেমনি এটিকে দেখে একেবারে চমৎকার দেখা যাচ্ছে৷ এখানে রংয়ের অবস্থান খুবই সুন্দরভাবেই বুঝা যাচ্ছিল৷