.jpg)
ইমেজ সোর্স
বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম । আজকের এই ব্লগে তোমাদের সাথে লাইফ রিলেটেড কিছু কথা শেয়ার করব। আগে যদিও তোমাদের সাথে লাইভ রিলেটেড অনেক কথাই শেয়ার করা হতো। তবে বর্তমানে লাইফ রিলেটেড বিষয়ে খুব বেশি শেয়ার করা হয় না । তারপরেও মাঝে মাঝে চেষ্টা করি টুকটাক কিছু বিষয় তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজ যেমন নিজেদের ভালো থাকার বিষয় নিয়ে কিছু কথা বলব । আসলে নিজেদের ভালো থাকার দায়িত্ব নিজেদের নিতে হয়। নিজের ভালো থাকার দায়িত্ব কখনো লোকে নিয়ে নেয় না। সবার চিন্তা সবাইকে করতে হয়। আমাদের বেঁচে থাকতে গেলে পরিশ্রম করতে হয়। পরিশ্রম ছাড়া আমরা কেউই উন্নতি করতে পারি না। তবে শুধু পরিশ্রম করলে হয় না, সঠিক পরিকল্পনার সাথে পরিশ্রম করতে হয় যেন সেখান থেকে সফলতা পাওয়া যায় ।আর সফলতা পাওয়া মানে নিজের ভালো ডেকে আনা। জীবনের সফল হতে না পারলে নিজের ভালো নিজেকে বোঝার সম্ভাব না। নিজের ভালো বুঝতে গেলে পকেটে টাকা থাকতে হবে। টাকা দিয়ে সবকিছু কেনা না গেলেও টাকা দিয়ে একটা স্টেবল জীবন পাওয়া যায়। জীবনে নিজের ভালো নিজেকে বুঝে নেওয়ার মতো একটা মাইন্ড পাওয়া যায়। তাই নিজেদের ভালো নিজেদের বুঝতে গেলেও আমাদের টাকা ইনকামের বিষয় নিজেদের সচেতন থাকতে হবে। অনেক ক্ষেত্রে টাকা ইনকাম পরিশ্রমের সাথে সাথে ভাগ্যের উপর নির্ভর করে। তবে ভাগ্যের বিষয়টাকে সাইডে রেখে সঠিক পরিশ্রমের মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে । তার ফলে আমরা নিজেদের ভালো নিজেরা বুঝতে সক্ষম হব। যাইহোক, এতোটুকুই ছিল আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করার।
🎨পোস্ট বিবরণ🎨
শ্রেণী | জেনারেল রাইটিং |
ডিভাইস | Samsung Galaxy M31s |
ফটোগ্রাফার | @ronggin |
লোকেশন | বারাসাত, ওয়েস্ট বেঙ্গল। |
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।
ধন্যবাদ সবাইকে

আমার পরিচয়
আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Upvoted! Thank you for supporting witness @jswit.
সত্যিই গুরুত্বপূর্ণ একটি বিষয় উল্লেখ করেছেন। নিজের ভালো বুঝে নেওয়ার মানে হলো নিজের প্রয়োজন ও লক্ষ্য সম্পর্কে সচেতন হওয়া। এটি স্ব-উন্নয়নের প্রথম ধাপ।আপনার এই কথাটি অনেককে অনুপ্রেরণা দেবে। নিজের ভালোর দায়িত্ব নেওয়া শেখাটাই আসলে আত্মবিশ্বাস বাড়ানোর চাবিকাঠি। নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার সাহস খুব কম মানুষেরই থাকে—এই পোস্টটি সেই সাহসই জোগায়।