
ইমেজ সোর্স
বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে তোমাদের সাথে একটি জেনারেল রাইটিং শেয়ার করব । এই ব্লগে "মানুষের জন্য মানুষের এগিয়ে আসা উচিত"- এইরকম একটা টপিক নিয়ে আলোচনা করব। আমরা মানুষ সৃষ্টির সেরা জীব। তবে সৃষ্টি সেরা হলেও আমাদের কাজগুলো সবসময় সেরা হয় না। মানুষ হিসেবে আমাদের উচিত সবসময় মানুষের আপদে বিপদে এগিয়ে যাওয়া। তবে আমরা কয়জনই বা মানুষের বিপদে এগিয়ে যাই , মানুষকে সাহায্য করি! এই ব্যাপারগুলো আমাদের মধ্যে একদমই দেখা যায় না। তবে আমরা যদি ভালো মানুষ হই , উত্তম প্রকৃতির মানুষ হই তাহলে মানুষের দরকারে আমাদের ঝাঁপিয়ে পড়া উচিত। আমাদের বোঝা উচিত তাদের সমস্যাগুলো তাদের শুধু সমস্যা না, এটা সমাজেরও সমস্যা, আমাদের নিজেদের সমস্যা তাই তার সল্যুশন করা উচিত। এই সমস্যার সমাধান করতে গিয়ে নিজেদেরও কিছুটা ঝামেলা পোহাতে হয় । তবে সেটা তো আমাদের মেনে নিতেই হবে। সেই জন্যই তো আমরা মানুষ আর সৃষ্টির সেরা। মানুষের মধ্যে বিবেকবোধ টা নিয়ে আসতে হবে । মানুষের বিবেকবোধ জাগ্রত হলে অন্যের ক্ষতি করা থেকে সে বিরত থাকবে এবং অন্যের কিছু উপকার হয়, অন্যের ভালো হয়, সেই চিন্তা ভাবনা করবে । এভাবেই সমাজের উন্নতি সম্ভব। মানুষের প্রয়োজনে মানুষকেই পাশে থাকতে হবে, এই নীতি বাক্য মনে রেখেই আমাদের এগিয়ে যেতে হবে।
🎨পোস্ট বিবরণ🎨
শ্রেণী | জেনারেল রাইটিং |
ডিভাইস | Samsung Galaxy M31s |
ফটোগ্রাফার | @ronggin |
লোকেশন | বারাসাত, ওয়েস্ট বেঙ্গল। |
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।
ধন্যবাদ সবাইকে

আমার পরিচয়
আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Upvoted! Thank you for supporting witness @jswit.