একতরফা ভালোবাসা (চতুর্থ পর্ব)
নমস্কার সবাইকে,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি। |
---|
নন্দিনী এতো বছরে রাজের প্রতি তার ভালোবাসা নানা ভাবে বোঝানোর চেষ্টা করেছিল। কিন্তু রাজ তা কোনদিনই বোঝেনি। রাজ নন্দিনীকে সব সময় তার বন্ধু আর সেই মেয়েটিকে তার ভালোবাসার মানুষ ভেবে এসেছে এবং দুই বছর পর রাজ তার সেই ভালোবাসার মানুষ এই মেয়েটিকে বিয়ে করে নেয়। আর নন্দিনীকে সে বন্ধু হিসেবেই ভেবে যায়। আর নন্দিনীও রাজের সাথে বন্ধু হয়ে থেকে যায় সারাজীবনই। কিন্তু নন্দিনী তার মনের কোণে রাজের প্রতি তার একতারফা ভালোবাসা নিয়ে তার সারাটা জীবন কাটিয়ে দেয় এবং নন্দিনী তার কল্পনার জগতে রাজের সাথে রাজ ও তার ভালোবাসার মেয়েটির মতো সংসার করে চলে। সত্যিই একতরফা ভালোবাসা এমন একটা অনুভূতি যা কাউকে বলে বোঝানো যায় না। এটি অনুভব করে নিতে হয়।
মূলত এই ভালোবাসার মানুষগুলো নিজেরাই তাদের প্রিয় মানুষটির উপর অভিমান করে। আবার নিজেরাই নিজেদের অভিমান ভাঙ্গায়। কারণ এই ভালোবাসা একতরফা, এই মানুষগুলো প্রেম না করেও বা সম্পর্কে না থেকেও প্রতিটা মুহূর্ত যে কতটা যন্ত্রণা নিয়ে চলে সেটা একতরফা যারা ভালবাসে তারাই হয়তো জানে।এই একতরফা ভালোবাসার মানুষগুলো অপর দিক থেকে কোন ভালোবাসা পাবে না জেনেও নিঃস্বার্থভাবে সেই ভালোবাসার মানুষগুলোকে ভালোবেসে যায়। আর এই ভালবাসার নামই একতরফা ভালোবাসা। রাজ বিয়ে করে সুখে সংসার করে, আর নন্দিনী তার সেই কল্পনার জগতে সংসার করে কাটিয়ে দেয় তার বাকি জীবনটা। নন্দিনী এটা ভাবে যে ভালোবাসা অর্জনের পর তো ভালবাসতে সবাই পারে। কিন্তু হারিয়ে গেলে একতরফা ভালোবাসা টিকিয়ে রাখে কয়জন। ভালোবাসা মানে শুধু অর্জন নয় ত্যাগও এক ধরনের ভালোবাসা। আর নন্দিনীর রাজের প্রতি এই ভালোবাসাই অব্যাহত ছিল সারাজীবন।এই থেকে বোঝা যায় সত্যিকারের ভালোবাসা মানে শুধু পাওয়া নয় হারানোও। পৃথিবীতে এমন অনেক নন্দিনীর মতো ব্যক্তিত্ব রয়েছে যারা কোন স্বার্থ ছাড়াই ভালোবেসে গেছেন তাদের সেই ভালোবাসার মানুষটিকে।
◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾
শ্রেণী | ক্রিয়েটিভ রাইটিং |
---|---|
লোকেশন | বারাসাত, নর্থ ২৪ পরগনা, ওয়েস্ট বেঙ্গল। |
Upvoted! Thank you for supporting witness @jswit.
PUSS Task এর ক্ষেত্রে নতুন নিয়ম অনুযায়ী প্রতিদিন ডিসকর্ডের Daily-Task চ্যালেনে যে লিংকগুলো দেয়া হবে সেগুলোকে রিএ্যাক্ট, কমেন্ট করতে হবে। বিগত দুই দিনের কোন টাস্ক এ আপনার অংশগ্রহণ নেই, এটা দুঃখজনক। সেখানে এ বিষয়ে বিস্তারিত গাইড করা আছে, সেগুলো অবশ্যই পালনীয় কিউরেশন পেতে হলে।
আজকের পোস্টে PUSS Task কমপ্লিট করে দিয়েছি দাদা।