You are viewing a single comment's thread from:
RE: আবেগের কবিতা || আলোর শহর || Original Poetry by @hafizullah
সাথে সাথে বাস হতে নেমে গরম উপেক্ষা করে আবার উল্টো পথে হাঁটা শুরু করলাম, আহ কি শান্তি উত্তপ্ত পরিবেশ সাথে মানসিক অস্থিরতা, প্যারাগুলো যেন ঘাম হয়ে ঝরছিলো।
ভাইয়া আপনার কবিতাটি পড়ছি আর মনে হচ্ছে যেন আমি দাদাকে দেখছি। আপনি এমনিতেই অনেক ভালো কবিতা লিখেন। কিন্তু দাদা থেকে কিছু টপিক পেয়েছেন সেটা জানি এবং মনে হচ্ছে যেন দাদার বিকল্প কোন দাদা কবিতা লিখেছে। খুবই ভালো লেগেছে, প্রত্যেকটা লাইনে ছিল অসাধারণ। আর আপনি এই কবিতাটি আমাদের প্রিয় সুমন ভাইকে উৎসর্গ করেছেন। আশা করি আমি যতটা খুশি হয়েছি তার থেকে হাজার গুন বেশি খুশি হবেন আমাদের প্রিয় সুমন ভাই। কবিতার কোন লাইনে নিলাম না। কারণ কবিতাটি প্রত্যেকটি লাইনে ছিল আমার কাছে মূল্যবান। আমাদেরকে এত সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য, আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম ভাইয়া।
আপনার প্রশংসার জন্য ধন্যবাদ, আসলেই আজকের দিনের শুরুটা বেশ অস্থিরতা নিয়ে হয়েছে।