RE: বিনা পরিশ্রমে উপার্জন!! সাবধান হোন।
হ্যাঁ ভাইয়া আপনি ঠিকই বলেছেন যুগ যুগ ধরে প্রতারক চক্র আসছে তাদের স্বার্থ হাসিল হওয়ার পর সবকিছু গুটিয়ে তারা সাইড হয়ে যাচ্ছে। তাদেরকে পাওয়াটাও খুব মুশকিল। আপনি ডেসটিনির কথা বলেছেন, ডেসটিনির খপ্পরে আমিও পড়েছিলাম, কিন্তু আমাকে কাজে লাগাতে পারেনি। কারণ তাদের পলিসি সেগুলো দেখে শুনে তাদের বক্তব্য শুনে আমি সাইড হয়ে গিয়েছিলাম। ছোট্ট একটা গল্প বলি, তবে বাস্তব। আমাদের পাড়ায় একজন রিকশাচালক ছিল, তার ছেলেগুলো রিকশা চালাতো। পড়ালেখা করে নাই হঠাৎ একদিন যখন ঢাকা থেকে বাড়িতে গেলাম তখন দেখি তার ছেলে কোট প্যান্ট স্যুট পড়ে রাস্তা দিয়ে এমনভাবে হাটেছে মনে হয় যে আমাদের এলাকায় তার মত শিক্ষিত কোন মানুষই নাই। এমন একটা সময় আসলো মুখ থুবড়ে পড়ল। এলাকার মানুষের অনেক টাকা আত্মসাৎ করেছে তার মাধ্যমে ডেসটিনিতে। যাইহোক এখানে এত কথা বলতে পারবো না হয়ত তবু একটু করে বললাম। তাই আপনি সচেতন মূলক একটা পোস্ট করেছেন এবং খুবই ভালো লেগেছে। আমাদের প্রত্যেকেরই উচিত নিজের পরিশ্রম করে উপার্জন করা, হোক সেটা অনেক অল্প। অল্প উপার্জনে আনন্দ বেশি পাওয়া যায়। আমাদের সাথে এত সুন্দর একটি শিক্ষনীয় পোষ্ট শেয়ার করার জন্য আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম।