RE: আমার করা প্রথম গ্রাফিক্স প্রোজেক্ট
দাদা চোখ কপালে উঠার মত একটা গল্প বললেন। কারণ যেখানে মোটা অঙ্কের টাকা ব্যয় করে কাজগুলো করানো লাগতো সেখানে আপনি ফ্রিতে করে দিলেন আশ্চর্যজনক। আসলে দাদা আপনার হৃদয়টা না বিধাতা অনেক বড় করে বানিয়েছে। যাইহোক সেখানেও আপনার একটু প্র্যাকটিসের মন মানসিকতা ছিল, যে কাজটা করলেন আর আপনার হাতটা ক্লিয়ার হল এ কারণে আপনি কাজটা বিনা পয়সায় করেছেন। মাঝের মধ্যে টুকটাক সময় পেয়েছেন তখন করেছেন। আচ্ছা দাদা আপনি পারেন না এরকম কোন কিছু থাকলে আমাকে একটু বলেন শুনতাম যে আমার দাদা এটা পারে না, হাহাহা, এ পোস্টের মাধ্যমে জানা হয়ে গেল যে আপনি গ্রাফিক্সের কাজ জানেন। সত্যি দাদা এটা চিরসত্য যাদের হৃদয় বড় তাদের উপরওয়ালা অনেক বড় জিনিস গিফট করেন, তেমনি আপনিও। আমাদের সাথে অনেক সুন্দর করে আপনার একটা অভিজ্ঞতা এবং এক্সপ্রিয়েন্স এর পোস্ট শেয়ার করেছেন। আপনার জন্য ভালোবাসা অবিরাম।