RE: 💔একটি অসমাপ্ত প্রেমের গল্প 💔 পর্ব --২ /শেষ 🥺||১০% @shy-fox এর জন্য বরাদ্দ ||@razuan12
হ্যাঁ ভাইয়া সত্যিই খুব বেদনাদায়ক একটা হিস্ট্রি আমাদের উপহার দিয়েছেন। সেখানে ছিল ভালোবাসার সাথে দেখা হওয়া, না-হওয়া, কথা না হওয়া, এবং বন্দী হওয়া, দিনদিন দূরত্ব বেড়ে যাওয়া, বিষয়গুলি খুবই কষ্টের। যেখানে এক মুহূর্ত না দেখলে ভালো লাগতো না সেখানে দীর্ঘদিন একজন আরেকজনের থেকে আলাদা হওয়া খুবই কষ্টকর। তারপর ছেলেটির মায়ের অসুস্থতা এটা অসম্ভব কষ্টের। পৃথিবীতে যদি নিঃস্বার্থ ভালোবাসার কেউ থেকে থাকে তাহলে সেটি হচ্ছে মা। এমন সময়ে মা অসুস্থ হয়ে পড়েছে তখন ছেলেটি তো আরো মহাবিপদে। বাসায় প্রকাশ করার মতো না, মানুষের জীবনে এমন কষ্ট আছে যে কষ্টগুলো মানুষ লিখে বলে পড়ে কখনো কাউকে বুঝাতে পারে না। কারণ ওই কষ্ট সেই বুঝে। অবশেষে অন্য একজনের প্রেমে পড়ে গেলো সেটা জানতে পেরে ছেলেটির মন উঠে গেল দিনশেষে ছেলেটি হতাশ তারপর নিজেকে কঠোর হতে হলো নিজে ভুলে গেল। কিন্তু আবার একই কলেজে। আসলে পৃথিবীটা গোল মানুষের সাথে মানুষের দেখা হওয়া বিচিত্র কিছু নয়। আমরা যাকে এড়িয়ে চলতে চাই তাকে বেশি সামনে পাই এটাই দুনিয়ার নিয়ম। যাইহোক আপনার গল্পটি খুবই কষ্ট লেগেছে এবং কী দোয়া করি ছেলেটা যেন ভবিষ্যতে তার নিজের পায়ে দাঁড়িয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। জেনো এরকম হাজারো মেয়ে তার পিছে ঘুরে। আমাদের সাথে এত সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
বাস্তবতা তুলে ধরেছেন ভাইয়া। অনেক ভাল ছিল আপনার মন্তব্যটি 🥺