বন্যপ্রাণ আলোকচিত্র (wildlife photography)

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ একটু ভিন্ন ধরণের পোস্ট করছি । কয়েকটি ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফ আপনাদের সাথে শেয়ার করবো আজ । ছবিগুলি তুলতে আমার এক ছোট ভাই নিলয় খুবই সাহায্য করেছে।

গিরিগিটি । ল্যাজ তুলে পালাবার মুহূর্তে ক্যামেরাবন্দি । এই গিরিগিটিগুলো আগে খুবই দেখা যেত, এখন বাসস্থান কমে যাওয়ায় খুব একটা দেখা যায় না ।


মাকড়শা জাল বুনছে । রুপালি সুতোর মায়াবী জাল, যা আসলে পোকা মাকড়ের জন্য মৃত্যুফাঁদ । মাকড়সা জালের সুতো পৃথিবীর সব চাইতে শক্ত সুতো, এমনকি স্টিলের চাইতেও শক্ত ।


সমুদ্র সৈকতে লাল কাঁকড়া । এদের ধরা খুবই কঠিন । তবুও ভাগ্য ভালোই বলতে হবে আমাদের যে আমরা একে ক্যামেরাবন্দি করতে পেরেছি ।


হলুদ বেনেবৌ পাখি, কেউ কেউ একে ইষ্টিকুটুম পাখিও বলে । বাড়িতে কুটুম এলে এরা নাকি ডেকে ডেকে জানান দেয় - গ্রামের দিকে এই কথা এখনো প্রচলিত আছে ।


কাঠঠোঁকরা পাখি । ছোটবেলায় এই পাখি দেখলেই ছুটে যেতাম ধরার জন্য । বড়বেলায় ক্যামেরায় ধরলাম ।


ফিঙে, বসে আছে খেঁজুর গাছে । শীতকালে তোলা ছবি । কালো ফিঙের ওড়াওড়ি দেখতে দারুন লাগে ।


সাদা বক, ডানা মেলে বিলের চর থেকে ওড়বার ঠিক আগের মুহূর্ত ক্যামেরাবন্দি ।


ইলেকট্রিক তারে বসে আছে জোড়া বুলবুলি । দারুন লাগে দেখতে এদের ।


ওড়বার ঠিক ১ সেকেন্ড আগের মুহূর্ত

Sort:  
 3 years ago 

ফটোগ্রাফিগুলো অনেক সুন্দর হয়েছে। বেনেবৌ পাখি, কাঠঠোঁকরা, ফিঙে পাখিগুলো অনেক দিন বাদে দেখলাম। সেই গ্রামে থাকতে দেখেছি আর এখন এই দেখলাম।

 3 years ago 

আমার এই সব পাখি দেখতে খুবই ভালো লাগে । গ্রামের বাড়িতে না গেলে এদের দেখা পাওয়া যায় না ।

 3 years ago 

খুবই চমৎকার ফটোগ্রাফি ভাই, বেশ দক্ষতার সাথে ফটোগ্রাফি করেছেন বুঝাই যাচ্ছে। হ্যা গিরিগিটি এখন আর আগের মতো দেখা যায় না, কারন আমরা এখন বাড়ীর চারপাশের ঝোপ জঙ্গল কেটে পরিস্কার করে ফেলছি, যার কারনে এদের বাসস্থান নষ্ট হয়েছে দারুনভাবে। ধন্যবাদ চমৎকার ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ, যে ভাবে দিন দিন এই সব প্রাণীদের habitation নষ্ট হচ্ছে তাতে আর কি এদের দেখা পাওয়া যাবে ১০ বছর পর ? মনে তো হয় না ।

সত্যি অপূর্ব!
যিনি এদের ক্যামেরাবন্দি করেছেন, অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ছবিগুলি কিন্তু ভালোই ক্লিয়ার উঠেছে তাই না ?

একদম।আরো সুন্দর সুন্দর ছবি দেখার অপেক্ষায় রইলাম।

 3 years ago 

এক কথায় হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো কিছু ফটোগ্রাফি। সুন্দর কন্টেন্টের সাথে দারুন কিছু ছবি। অনেক কিছু জানলাম। ধন্যবাদ ।

 3 years ago 

তোমাকেও ধন্যবাদ :)

ছবিগুলো অসাধারণ হয়েছে। আপনাকে চিনি হেল্প করেছেন ছবি তুলতে কি নিয়ে আমি অনেক প্রতিভাবান, আপনার মতই।

 3 years ago 

সুন্দর কমেন্টের জন্য অনেক ধন্যবাদ ।

 3 years ago 

আমার সবগুলো ছবি ভালো লেগেছে। বিশেষ করে শেষের পাখি গুলোর ছবি উড়ে যাওয়ার মুহূর্তগুলো, আর লাল কাকড়ার ছবিটা বেশী ভাল লেগেছে। তবে গিরগিটির ছবিটাও সুন্দর ।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ভাল লাগলো জেনে যে এই পোস্টটি আপনাদের আনন্দ দিতে পেরেছে । ধন্যবাদ

 3 years ago 

আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে মাকড়সার ছবিটা। তাছাড়া সব ছবিই সুন্দর। এগিয়ে যান।

 3 years ago 

হ্যাঁ , মাকড়শার ছবিটা ভালোই হয়েছে । অনেকে আবার মাকড়শা দেখলে ভয় পায়