টিনটিনের জন্মদিনের কিছু বিশেষ মুহূর্তের ফটোগ্রাফ - লাস্ট এপিসোড
আজকে টিনটিনের বার্থডে পার্টির ধারাবাহিক ফোটোগ্রাফি পর্বের তৃতীয় এবং লাস্ট পর্ব শেয়ার করতে চলেছি । প্রায় শ'পাঁচেক ফটোর মধ্যে বেস্ট ৪০ টা ফটো বাছাই করা খুবই কঠিন একটা কাজ । গত দু'পর্বে ১২ প্লাস ১২ মোট ২৪টি ফটো শেয়ার করছি । আজকে আর বাকি ১৬ টা ফটোগ্রাফ শেয়ার করলাম ।
ফটোগুলোর সব গুলিই raw । এখনো কোনোটাই এডিটিং করা হয়নি । তাই, বেশ কিছু ছবিতে আলোর উপস্থিতি কম রয়েছে এখনো । এডিট করার সময় উজ্জ্বল করে দিলেই হবে । আমি অবশ্য সব সময়ই নন এডিটেড ইমেজ লাইক করি । তাই, এডিট না করা অবস্থাতেই যেমন পেয়েছি তেমনই শেয়ার করছি ।
টিনটিনের বার্থডেটা বেশ এনজয় করেছিলাম সেদিন সবাই মিলে । বিকেল থেকে মাঝরাত অব্দি সে কি বিশাল হৈ হুল্লোড়ে কাটলো সারাটা দিন তা আর বলার অপেক্ষা রাখে না । খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে অবশ্য আমরা সবাই কিছুটা শ্লথ গতি সম্পন্ন হয়ে পড়েছিলাম ।
অবশ্য তা খুব একটা বেশি সময়ের জন্য নয় । টিনটিনের খেলনা, গিফট এর পরিমাণ পাহাড়সম হয়েছিল । গাড়িতে দুই ট্রিপ লেগেছিলো সব গিফট প্যাকেটগুলো আনতে । এখনো পর্যন্ত সব গুলো গিফট বাক্স খোলা হয়নি । বাড়িতেই একটা রুমে সেগুলো ডাঁই করে রাখা আছে । ধীরে ধীরে খোলা হবে সেগুলো ।
বার্থডে কেক কাটার ঠিক পূর্ব মুহূর্ত
তারিখ : ২৬ সেপ্টম্বর ২০২২
সময় : রাত ৮ টা ৩০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
টিনটিন বাবু তার মাম্মা ও ম্যাডান (স্বাগতা) এর সাথে
তারিখ : ২৬ সেপ্টম্বর ২০২২
সময় : রাত ৮ টা ৩০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
টিনটিন বাবুর জন্মদিনের গ্রূপ ফোটোগ্রাফ
তারিখ : ২৬ সেপ্টম্বর ২০২২
সময় : রাত ৮ টা ৩০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
টিনটিন বাবু তার মাম্মার সাথে
তারিখ : ২৬ সেপ্টম্বর ২০২২
সময় : রাত ৮ টা ৩০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
টিনটিন বাবু একাকী
তারিখ : ২৬ সেপ্টম্বর ২০২২
সময় : রাত ৮ টা ৩০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
টিনটিন বাবু, তার কাকা ও ম্যাডান
তারিখ : ২৬ সেপ্টম্বর ২০২২
সময় : রাত ৮ টা ৩০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ
পরিশিষ্ট
প্রতিদিন ৩৫০ ট্রন করে জমানো এক সপ্তাহ ধরে - ৬ষ্ঠ দিন (350 TRX daily for 7 consecutive days :: DAY 06)
সময়সীমা : ২৫ সেপ্টেম্বর ২০২২ থেকে ০১ অক্টোবর ২০২২ পর্যন্ত
তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২২
টাস্ক ৭৬ : ৩৫০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron
আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx
৩৫০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :
TX ID : 01de2487aaffb0fc7cb075f92d0ea4e6bf2992c8d7cecfc6fd0415ec820f9d68
টাস্ক ৭৬ কমপ্লিটেড সাকসেসফুলি
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR
Happy birthday dear tintin,...
Even though it's late but the prayers and hopes are very big,
you know dear tintin... that now your parents are very happy to see you are also happy,
Right now that smile is a blessing from your parents and those who love you,
Your mother your mother and your mother...
Later when you grow up, be happy for them like they made you happy when you were a child.
Your mother is currently a little worried, you are dressed in your little arms by your mother's soft hands, your soft skin is the solace of her heart when tiredness accompanies her, now your age is increasing,
You used to crawl and learn to walk holding your mother's and father's fingers,
Sometimes you cry if you are a little late to give milk,
But you also smile when your parents invite you to play,
Your smile can conquer the world, now you are 4 years old, only strings of love and prayers can also be given by a mother who has a 4 year old daughter like you dear...
This is a poem for you Tintin, from us, mothers who also love you here, around the world..,
Keep smiling like in the photos we've seen so far,
Once again, Happy Birthday little boy Tintin..., be a pious child and be devoted to your parents, homeland and nation, and always be happy, grow up to be a responsible child....
Hugs and kisses for you dear ❤
দাদা প্রতিটি ছবি এডিটের বাইরেই অনেক সুন্দর দেখাচ্ছে ৷ অনেক সুন্দর সময় কাটিয়েছে টিনটিন বাবুর জন্মদিনে ৷ আসলে অনেক গুলো ছবির মধ্যে ভালো ছবি বের করা সত্যিই অনেকটা কষ্টের ৷ আপনার এই ফটোগ্রাফি পোষ্টির মাধ্যমে টিনটিন বাবুর অনেক ধরনের চিত্র দেখতে পেলাম ৷ হাসি , কান্না , মন খারাপ সব ধরনের পোস্ট দিয়েছে টিন টিন বাবু ৷ ধন্যবাদ দাদা সুন্দর ছবিগুলো শেয়ার করার জন্য ৷
https://steemit.com/steem/@freshcrypto/new-cftc-lawsuit-may-signal-wider-trend-in-regulation
সব গুলো ফটোগ্রাফির মধ্যেই আমার নজর ছিল টিনটিন বাবুর দিকে। খুব ভাল করে দেখলাম বিভিন্ন সময় বিভিন্ন স্টাইলে ছবি তুলেছে টিনটিন সোনা। দুই গাড়ি গিফট ভাবা যায় এগ্লা। ধন্যবাদ দাদা।
ঠিক বলেছেন দাদা শ'পাঁচেক ছবির ভিতরে মাত্র 40 টা ছবি বাছাই করা সত্যি খুব কঠিন ব্যাপার। ফটোগ্রাফি গুলো এডিট ছাড়া হলেও দেখতে খুবই সুন্দর লাগছে। সত্যি তিন দিনের জন্য জন্মদিন খুবই হয়েছিল ফটোগ্রাফি গুলো দেখে বোঝা যাচ্ছে স্টেজটা আমার কাছে সত্যি খুব ভালো লেগেছে। টিনটিন বাবুর বার্থডে গিফট কি কি পেয়েছে সেগুলোর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করবেন দাদা। সব সময় এরকম হাসি খুশি থাকুক আমাদের টিনটিন বাবু এই কামনা করি।
অসাধারণ দাদা,,প্রতিটা ছবিই দেখার মত।টিনটিন বাবু, তার মাম্মা ও তার ম্যাডান এর সাথে তোলা ছবিগুলো অনেক সুন্দর। তবে বৌদিমণিকে দেখে মনে হচ্ছে অসুস্থ ছিল,কিন্তু মুখে আর মনে খুশি। সবার এমন একটা দিন পালন দেখে টিনটিন বাবা তো বেশ মজা করছে।গরমের ছোটে দেখছি সে খালি গায়েও আছে🤣🤣।যে পরিমাণ গরম পরছে এরকম তো স্বাভাবিক সব বাচ্চার জন্য।ছবিগুলো দেখেই খুব ভালো লাগছে। মনে হচ্ছে যেন চোখের সামনেই সব উপভোগ করছি।
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
ছবিগুলো দেখে সত্যিই ভীষণ ভালো লাগলো ।এত ছবির ভেতর থেকে 40 টি ছবি বাছাই করা সত্যি বেশ কষ্টসাধ্য ব্যাপার । তবুও তো আপনি পেরেছেন । আমার কাছে পুরো ডেকোরেশন টা খুবই সুন্দর লেগেছে । টিনটিন বাবু যে খুবই ইনজয় করেছে তাকে দেখেই বোঝা যাচ্ছে । সঙ্গে আপনারা সবাই মিলে বেশ এনজয় করলেন দিনটি । বেশ ভালো লাগলো প্রতিটি মুহূর্তের ফটোগ্রাফি । পাহাড় সমান গিফট কিছুটা দেখতে পারলে ভালো হতো। যাই হোক অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য ।
দাদা বাছাই করে কি হবে প্রতিটি ছবি একেক এংগেল থেকে সুন্দর। আজ যে ছবিটা আপনার কম সুন্দর লাগছে, কাল আবার ওই ছবিটাই আপনার ভাল লাগবে। আমার এমনটা হয় আসলে। সব ছবিই সুন্দর হয়েছে। 😍😍🤩অনেক ভাল লাগলো। 🥰🥰🥰অনেক শুভকামনা রইল দাদা আপনার আর আপনার পরিবারের জন্য। আর টিনটিন সোনার জন্য স্পেশাল ভালবাসা। 💞💕💞💞💞
দাদা টিনটিন এর জন্মদিনের সব ছবি কিন্তু দারুণ হয়েছে। টিনটিনের এত বার্থডে গিফট হয়েছে শুনে ত অনেক খুশি হলাম। আয়োজনের শেষ থেকে লাস্ট সময় পর্যন্ত অনেক আনন্দ করেছেন আপনি দেখেই তো বুঝা যাচ্ছে।ধন্যবাদ দাদা যদিও সরাসরি উপস্হিত হতে না পারলেও সব ছবিগুলো দেখে বেশ উপলদ্বি করতেছি।