Tron স্টেকিংয়ের চাইতে ট্রন ফার্মিং বেশি প্রফিটেবল

in আমার বাংলা ব্লগ10 months ago

tron-trx-cryptocurrency-5108598-4263935.png


Tron ষ্টেকিং এর অনেক সুবিধা । প্রথমত এতে সরাসরি ট্রন মাইনিংয়ে আপনার অংশগ্রহণ নিশ্চিত করা হয় । যখন আপনি একজন Super Representative কে ভোট দেন তখনই ট্রন মাইনিংয়ে আপনার অংশগ্রহণ এক্টিভেট হয়ে যায় । এর ফলে দুটো লাভ আপনার ।

এক - Tron Bandwidth পেয়ে যাবেন আপনার ট্রন স্টেকিংয়ের এমাউন্টের উপর বেজ করে । এছাড়াও Tron Energey -ও পেতে পারেন । ফলে TRX এবং অন্যান্য নেটিভ টোকেনগুলো ফী ছাড়াই ট্রান্সফার করতে সক্ষম হবেন । অর্থাৎ, আপনি transaction cost কভার করতে পারবেন ।

দুই - যেহেতু আপনি Super Representative কে ভোট দিচ্ছেন সেহেতু আপনি সরাসরি ট্রন মাইনিংয়ে অংশ নিচ্ছেন । এর ফলে আপনার Super Representative যখনই কোনো ব্লক প্রোডিউস করছে তখনি আপনি আপনার শেয়ার অনুযায়ী মাইনিং রিয়ার্ডস পেয়ে যাচ্ছেন । অর্থাৎ, আপনি ট্রন স্টেক করে ফ্রি ট্রন আর্ন করতে পারছেন ।

এখন আসি মূল কথায় । আপনি যদি আপনার TRX থেকে বেশি প্রফিট করতে চান কিন্তু কোনো রিস্ক ফ্রী উপায়ে তবে আপনাকে ট্রন ষ্টেকিং এর চাইতে বেশি প্রফিটেবল বিকল্প কিছু ভাবতে হবে । এমনই একটা ওয়ে হলো - "ট্রন ফার্মিং" ।

এই ফার্মিং সিস্টেমের সম্পূর্ণটাই ডিসেন্ট্রালাইজড । আপনারা তো জানেন DeFi কী ? DeFi হলো Decentralized finance । সম্পূর্ণটাই ব্লকচেইন নির্ভর এবং কোনো সেন্ট্রাল অথরাইজেশন নেই । ট্রন ফার্মিংও একটা DeFi যেটা Tron DAO এর অন্তর্ভুক্ত । DAO মানে জানেন তো ? Decentralized autonomous organization অর্থাৎ, Tron DAO ও একটা সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজড স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান । তাই, এটি সম্পূর্ণ সেফ ।

আপনি যখন ট্রন ফার্মিং করবেন তখন আপনাকে LP-share দেওয়া হবে (LP অর্থ Liquidity Pool) । অর্থাৎ, আপনার কাছ থেকে TRX নিয়ে তার এগেনেস্টে একটা Liquidity Pool Share দেওয়া হবে । এই শেয়ার যে কোনো সময় বিক্রি করলেই আপনার TRX আপনি ফেরত পেয়ে যাবেন এবং ফার্মিং স্টপ হয়ে যাবে । যতদিন আপনি LP Share হোল্ড করবেন ততদিন ফার্মিং এক্টিভ থাকবে এবং আপনি প্রফিট পেতে থাকবেন ।

এই গোটা সিস্টেমটাই কোনো ব্যক্তি বা সেন্ট্রালাইজড কোনো প্রতিষ্ঠান কন্ট্রোল করে না । পুরোটাই ডিসেন্ট্রালাইজড এবং ব্লকচেইন স্মার্ট কন্ট্রাক্ট দ্বারা পারফর্ম করা হয় । এবং আপনি ফার্মিং করে বছরে কত আর্ন করবেন সেটা অর্থাৎ, APY পার্সেন্টেজ কত হবে সেটাও Tron DAO এর DAO টোকেন শেয়ার হোল্ডাররা নির্ধারণ করবেন । অর্থাৎ, বলা যায় গোটা প্রক্রিয়াটাই নিরাপদ এবং সম্পূর্ণ বিকেন্দ্রীকৃত।

এবার আসি সর্বশেষ কথায় । ট্রন স্টেকিংয়ের চাইতে ট্রন ফার্মিং কী বেশি প্রফিটেবল ? উত্তর হলো "হ্যাঁ" । ট্রন স্টেক করে যেখানে আপনার APY (annual percentage yield) ৩-৪% সর্বোচ্চ সেখানে ট্রন ফার্মিংয়ে আপনার APY ১২-২৪% । অর্থাৎ, ট্রন স্টেক করে যদি আপনি বছরে সর্বোচ্চ ৪% প্রফিট করতে পারেন তো সেখানে ট্রন ফার্মিং করে আপনি বছরে সর্বোচ্চ ২৪% প্রফিট করতে পারবেন । লাভ প্রায় ৬ গুন্ বেশি ।

বিঃ দ্রঃ উপরের লেখাটি শুধুমাত্র একটি তথ্যবহুল আর্টিকেল মাত্র । কোনো ইনভেস্টমেন্ট স্কীম এর প্ররোচনা নয় বা কোনো এফিলিয়েশন মার্কেটিং নয় । ক্রিপ্টো কারেন্সি-তে বিনিয়োগ অত্যন্ত ঝুঁকিপূর্ণ । লসের সম্ভাবনা প্রবল । কখনো কখনো আপনার ইনভেস্টমেন্টের পুরোটাই লস হওয়ার সম্ভাবনা থাকে ।


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)


তারিখ : ১২ মার্চ ২০২৪

টাস্ক ৫২৫ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 9fba0f9044195887a65a8629990657b98249ece39c02896155e7e7536e57ac9c

টাস্ক ৫২৫ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

»»——⍟——««

Sort:  
 10 months ago 

খুবই তথ্যবহুল একটি পোস্ট পড়ে অনেক বেশি ভালো লাগলো।বেশ ধারণা পেলাম নতুন নতুন।
অনেক অনেক ধন্যবাদ প্রিয় দাদা।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

This is a very interesting post showing that tron farming gives more profit than tron staking.

Thank you very much Dada for sharing with us 😊❤️❤️❤️

Congratulations, your post has been upvoted by @upex with a 42.49% upvote. We invite you to continue producing quality content and join our Discord community here. Keep up the good work! #upex

 10 months ago 

কিছুদিন আগেই দাদা আপনি একটি মিটিংয়ে এই ফার্মিং সম্পর্কে কথা বলতে চেয়েছিলেন। আজ সেই বিষয়ে বিস্তারিত একটি পোস্টের মাধ্যমে বিষয়গুলো বুঝিয়ে দিলেন দাদা। সত্যি অনেক উপকৃত হলাম। তবে এই বিষয়টি আমার আগে জানা ছিল না। Staking এ ৩-৪% APY আসে, আর ফার্মিং এ এর ৬ গুন প্রযন্ত APY আসতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত তথ্যবহুল একটি পোস্ট করার জন্য।

 10 months ago 

আসলেই অনেক তথ্যবহুল পোষ্ট দাদা। আগে স্টাকিং এর সকল খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানলেও ট্রন ফার্মিং সম্পর্কে আইডিয়া ছিলো না ততটা। কিন্তু এখন সব বিষয় পরিস্কার হয়ে গেলো।

 10 months ago 

ট্রন ফার্মিং সম্পর্কে জানতে পেরে অনেক ভালো লাগলো দাদা। অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। ট্রন ফার্মিং বেশি প্রফিটেবল জেনে ভালো লাগলো। গুরুত্বপূর্ণ একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।

 10 months ago 

এর আগে আমি ট্রোন স্টেকিং সম্বন্ধে আপনার একটি পোষ্টের মাধ্যমে সম্পূর্ণরূপে বুঝতে পেরেছিলাম এবং জেনেছিলাম। এখন আজকে আপনার এই পোস্টের মাধ্যমে ট্রোন ফার্মিং সম্বন্ধে জানতে পারলাম। আর ট্রোন ফার্মিং, ট্রোন স্টেকিং থেকে অধিক লাভজনক এটাও ভালোভাবেই বুঝতে পারলাম। আর যে কোন জিনিসের ভালো খারাপ দুটি দিকই রয়েছে ঠিক তেমনি এটিও একটি লসের দিক রয়েছে। সেটাও আপনি আমাদের মাঝে ভালোভাবে উপস্থাপন করেছেন। সত্যিই দাদা আপনি আমাদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন প্রফিটেবল বিষয় আবিষ্কার করেই চলেছেন। তার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কিন্তু দাদা একটি ছোট্ট প্রশ্ন থেকে যাচ্ছে, যে আমরা তো ট্রোন স্টেকিং এর প্রসেস টা জানতে পেরেছি কিভাবে করবো।কিন্তু ট্রোন ফার্মিং টি কিভাবে করবো তার প্রসেস টাও কি ট্রোন স্টেকিং এর পদ্ধতির মতোই? নাকি ভিন্ন?

 10 months ago 

তাহলে নতুন আরেকটি সাই ট সম্পর্কে ধারণা পেলাম। যেখানে
ট্রন ফার্মিং করে ছয় গুণ বেশি লাভ করা যায়। যেটা রিস্ক ফ্রি আশা করি সবাই এখানেও তাদের ইনভেস্ট করার পরিকল্পনা কাজে লাগাবে আমিও চেষ্টা করব। নতুন নতুন বিষয় নিয়ে দাদা প্রতিনিয়ত আমাদের জন্য কাজ করে চলেছে অনেক অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 10 months ago 

বাহ্! চমৎকার একটি পোস্ট শেয়ার করেছেন দাদা। তাহলে তো নিঃসন্দেহে ট্রন স্টেকিংয়ের চেয়ে ট্রন ফার্মিং বেশি প্রফিটেবল। এই অসাধারণ তথ্য শেয়ার করার মাধ্যমে অনেকেই উপকৃত হবে বলে আমি মনে করি। দাদা আপনি আসলেই সবসময় ইউজারদের নিয়ে ভাবেন। যাইহোক এতো গুরুত্বপূর্ণ একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile